বাংলার মাটিতে পা রেখে একুশের মহাযুদ্ধের রীতিমতো দামামা বাজিয়ে দিলেন অমিত শাহ। ২ দিনের বাংলা সফরের প্রথম দিনেই হুঙ্কার দিয়ে মোদী সেনাপতি বললেন, ‘‘মমতা সরকারের মৃত্য়ুঘণ্টা বেজে গিয়েছে’’। একইসঙ্গে শাহর দাবি, ‘‘দুই-তৃতীয়াংশ আসনে ক্ষমতায় আসবে বিজেপি’’।
ঠিক কী বলেছেন অমিত শাহ?
মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে টার্গেট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘‘মমতাদির মনে ভয় রয়েছে...শৌচালয়, স্বাস্থ্য়ক্ষেত্রে কেন্দ্রের প্রকল্প পৌঁছে দিন। বিজেপি নেতা-কর্মীদের উপর দমনমূলক আচরণ করছে মমতা সরকার। আপনাদের সকলকে বলতে চাই, মমতা সরকারের মৃত্য়ুঘণ্টা বেজে গিয়েছে...দুই তৃতীয়াংশ আসনে ক্ষমতায় আসবে বিজেপি’’।
আরও পড়ুন: একুশে মহারণের আগেই বাংলায় রাষ্ট্রপতি শাসন? জল্পনা বাড়ালেন কৈলাস
এরপরই রীতিমতো ভোট চাওয়ার কায়দায় মোদী সেনাপতি বললেন, ‘‘বাংলার সুরক্ষার সঙ্গে দেশের সুরক্ষা জড়িয়ে রয়েছে। বিজেপি ক্ষমতায় এলে কর্মসংস্থান হবে, গরিবি দূরীকরণ হবে। তাই এই সরকারকে ছুড়ে ফেলে দিন। আপনাদের সকলের কাছে আর্জি, বিজেপিকে একটা সুযোগ দিন। আগামী দিনে সোনার বাংলা গড়ব আমরা’’।
উল্লেখ্য়, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন রাজ্য়ে। তার আগে শাহের এই সফর রাজনৈতিক দিক থেকে অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ বলে ব্য়াখ্য়া রাজনীতির কারবারিদের একাংশের। ২ দিনের বাংলা সফরে ঠাসা কর্মসূচি রয়েছে শাহের। এদিন দুপুরে এক আদিবাসী পরিবারের সঙ্গে মধ্য়াহ্নভোজ সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মতুয়া ও আদিবাসীদের সঙ্গেও দেখা করার কথা তাঁর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন