scorecardresearch

লোকসভা নির্বাচনের রণকৌশল নির্ধারণের মাঝেই অলিম্পিকের প্রস্তুতিতেও নজর অমিত শাহের

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে অলিম্পিক গেমসের আয়োজনের পুরো বিষয়ের তদারকি করছেন।

Amit Shah, Ahmedabad, olympics, 2036, next olympics host, bid, sports, athletics, arvind kejriwal, devendra fadnavis, how is olympic host chosen, express explained, current affairs

আগামী বছর মোদী সরকারের অগ্নিপরীক্ষা। আসন্ন লোকসভা নিরবাচনে গুঁটি সাজাতে মরিয়া বিজেপি। পাখির চোখ এখন লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টির প্রস্তুতি পুরোদমে চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রাক্তন বিজেপি সভাপতি অমিত শাহ লোকসভা নির্বাচনের কৌশল স্থির করতে দফায় দফায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা সারছেন। পরের বছর লোকসভা নির্বাচনের পাশাপাশি, অমিত শাহ ২০৩৬ সালে অলিম্পিক গেমসের আয়োজনের দিকেও নজর রাখছেন।

ইংরেজি সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাট সরকার ২০৩৬ সালের অলিম্পিক গেমসের আয়োজন করতে চলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে অলিম্পিক গেমসের আয়োজনের পুরো বিষয়ের তদারকি করছেন।

২০৩৬ সালের অলিম্পিক গেমসের আয়োজক দলের সঙ্গে যুক্ত এক সিনিয়র কর্মকর্তা এই বিষয়ে খুব আশাবাদী। তিনি এক সাক্ষাৎকারে বলেন,  “আন্তর্জাতিক অলিম্পিক কমিটি চায় অলিম্পিক ভারত ২০৩৬ সালে গেমসের আয়োজন করুক। কারণ ভারত ব্যতীত এশিয়া মহাদেশে এমন কোনও দেশ নেই যারা এত বড় মাপের একটি ইভেন্ট পরিচালনা করার ক্ষমতা রাখে,”।

আরও পড়ুন: [ আদানি বিতর্কে উত্তাল দেশ, এর মাঝেই বড় বিবৃতি RBI-এর ]

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর প্রদেশের রাজধানী লখনউতে অনুষ্ঠিত হতে যাওয়া তিন দিনের গ্লোবাল ইনভেস্টরস সামিটে অংশ নেবেন। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া শীর্ষ সম্মেলনে ২০ টিরও বেশি কেন্দ্রীয় মন্ত্রী অংশ নেবেন বলেই খবর।এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Amit shah supervising gujarat government preparations to bid for hosting 2036 olympics