Advertisment

শিব সেনা সঙ্গে থাক না থাক, ভোটের জন্য তৈরি হন: অমিত শাহ

শিব সেনার প্রতি অমিত শাহর এই কড়া বার্তার আড়ালে রয়েছে সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শিব সেনার নিরন্তর আক্রমণ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অমিত শাহের সভা হচ্ছে সিপিএম কর্মীর জমিতে

প্রাক নির্বাচনী বাকবিতণ্ডার পারদ আর এক ধাপ চড়িয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দলের মহারাষ্ট্র শাখাকে নির্দেশ দিয়েছেন, শিব সেনার সঙ্গে জোট বজায় থাক না থাক, ২০১৯-এর লোকসভা ভোটের প্রস্তুতি যেন যুদ্ধকালীন তৎপরতায় শুরু করা হয়। মহারাষ্ট্রের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সঙ্গে দিল্লিতে এক বৈঠকে একথা বলেন তিনি।

Advertisment

তাঁর বক্তব্যে স্পষ্ট, প্রাক নির্বাচনী জোট নিয়ে সেনার চাপের মুখে নতি স্বীকার করবে না বিজেপি, এবং বিহারের আদলে আসন ভাগাভাগির পথে যাওয়া হবে না, যে আদলের পক্ষে মহারাষ্ট্রে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের আগে মত দিয়ে চলেছে শিব সেনা।

আরও পড়ুন: জোট সম্ভাবনা উড়িয়ে শিবসেনার মুখে শোনা গেল ‘চৌকিদার চোর হ্যায়’

নাম প্রকাশে অনিচ্ছুক এক বর্ষীয়ান সাংসদ জানান, "অমিত শাহ বলেন যে শিব সেনার সঙ্গে নির্বাচনী জোট বাঁধতে খুবই ইচ্ছুক বিজেপি, লোকসভা এবং বিধানসভা দুইয়েই। কিন্তু যদি জোট না হয়, বিজেপি যেন একলা চলার জন্য যেন সম্পূর্ণভাবে তৈরি থাকে। উনি এটাও বলেন যে স্রেফ জোটের স্বার্থে কোনো জোটসঙ্গীর অযৌক্তিক দাবি মেনে নেওয়া হবে না।"

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দলকে 'নির্বাচন মোডে' আনতে যে নানারকম কর্মসূচী নিচ্ছেন, মহারাষ্ট্রের সাংসদদের সঙ্গে বৈঠক, তারই অন্তর্গত। আরেক সাংসদের কথায়, "সভাপতি পরিষ্কার বলেন যে কেন্দ্রে এবং রাজ্যে সুশাসনের ভিত্তিতে ২০১৯-এর লোকসভা এবং বিধানসভা নির্বাচনে আরও ভালো ফল করতে হবে।"

শিব সেনার প্রতি অমিত শাহর এই কড়া বার্তার আড়ালে রয়েছে সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শিব সেনার নিরন্তর আক্রমণ। শিব সেনা নিয়ে শাহর অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আরেক সাংসদ বলেন, "শিব সেনা লক্ষণ রেখা ছাড়িয়ে যাচ্ছে, যার ফলে আমাদের দলের ওপর মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্তমানে পার্টির মনোভাব হলো, শিব সেনার চাপের কাছে মাথা নিচু করা উচিত নয়।"

বিজেপির এক শীর্ষ নেতার মন্তব্য, "২০১৯-এর বিধানসভা নির্বাচনে শিব সেনা বিজেপির কাছ থেকে আরও বেশি আসন চাইছে। তাদের যুক্তি হলো, বিজেপির উচিত বিহার মডেলের অনুকরণ করা।"

অন্যদিকে শিব সেনার এক নেতা বলছেন, "বিজেপির উচিত, বিধানসভার ২৮৮ আসনের মধ্যে অন্তত ১৫৫ টি শিব সেনাকে দেওয়া। লোকসভায় ৪৮ টি আসনের মধ্যে ২৩ টির জন্য তৈরি শিব সেনা।"

আরও পড়ুন: ‘‘চৌকিদার চোর হলে, সরকার ছাড়ছে না কেন শিবসেনা?’’

কিন্তু বিজেপির নির্বাচনী ম্যানেজারদের মতে, বিহার এবং মহারাষ্ট্রের মধ্যে তুলনা চলে না। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ২৪ টি আসনে লড়ে ২৩ টি আসন জেতে, যেখানে সেনা ২২ টি আসনে লড়ে ১৮ টি আসন জেতে। এছাড়াও একটি করে আসন দেওয়া হয় আরপিআই, স্বাভিমানি শেতকারি পার্টি, এবং রাষ্ট্রীয় সমাজ পার্টির মতো ছোটোখাটো জোট সঙ্গীকে। এদের মধ্যে স্বাভিমানি শেতকারি পার্টি তাদের আসনটি জিতেও যায়।

কিন্তু ২০১৪ সালের অক্টোবরে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে মোট ২৮৮ টি আসনের জন্য আলাদা আলাদা প্রার্থী দেয় বিজেপি ও শিব সেনা। বিজেপি যেতে ১২২ টি আসন, শিব সেনা ৬৩ টি। শিব সেনার নির্বাচন পরবর্তী সমর্থনের সাহায্যে বিজেপি সরকার গঠন করে।

amit shah shiv sena bjp
Advertisment