Advertisment

তপ্ত নাগাল্যান্ড, আঁচ পড়ল সংসদেও, আজই বিবৃতি অমিত শাহ-র

এ দিন লোকসভায় অধিবেশনের শুরুতেই নাগাল্যান্ড ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র বিবৃতি দাবি করেন বিরোধী দলগুলি।

author-image
IE Bangla Web Desk
New Update
People from different states should speak in Hindi not English says Amit Shah

সংসদে অমিত শাহ।

তপ্ত নাগাল্যান্ড, সেনার গুলিতে ১৪ জন গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় ফুঁসছে উত্তর-পূর্বের রাজ্যটি। দেশ জুড়ে নিন্দার ঝড়। সোমবার শুরুতেই যার আঁচ পড়ল সংসদের উভয়কক্ষে। নাগাল্যান্ডের ঘটনার প্রেক্ষিতে আজ সংসদে বিবৃতি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভায় এ দিন বিরোধীদের প্রশ্নের মুখে শাহ-র বিবৃতি দেওয়ার বিষয়টি জানিয়েছেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী।

Advertisment

এ দিন লোকসভায় অধিবেশনের শুরুতেই নাগাল্যান্ড ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র বিবৃতি দাবি করেন বিরোধী দলগুলি। চলে চেঁচামিচি। এর মধ্যেই লোকসভায় তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, 'নাগাল্যান্ড ইস্যিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে অবগত করুক, এই সাধারণ দাবি করছি।' কংগ্রেস শিবির থেকেও অনিত শাহ-র জবাব দাবি করা হয়। এরপরই সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, 'আজই লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাগাল্যান্ডের ঘটনায় বিবৃতি দেবেন।'

আরও পড়ুন- নাগাল্যান্ডে সেনার গুলিতে হত নিরাপরাধ গ্রামবাসী, প্রশ্নের মুখে শান্তি আলোচনা

'কেন পরে, এখনই নয়? শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দেওয়া উচিত ছিল।' পাল্টা জানান লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তখনই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখিত ভাবে তাঁকে জানিয়েছেন যে, সোমবারই তিনি বিবৃতি দেবেন।

রবিবার সেনার গুলিতে নাগাল্যান্ডের মন জেলায় ১৪ নিরাপরাধ গ্রামবাসীর মৃত্যুর ঘটনা সামনে আসতেই তদন্তের আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী। টুইটে গভীর শোক প্রকাশ করেন তিনি। জানিয়েছিলেন, রাজ্য সরকার বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে তদন্ত করবে। ন্যায় বিচার পাবে নিহত গ্রামবাসীদের পরিবার।

এ দিকে রাজ্যসভা দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। নাগাল্যান্ড ইস্যুতে কয়েকজন বিরোধী দলের সদস্য হইচই জুড়তেই চেয়ারপার্সন বেঙাকইয়া নাইডু জানান, জিরো আওয়ার বাতিল করা হচ্ছে। কয়েক জন সাংসদের জন্য ১২টা পর্যন্ত ৫০ মিনিটের জন্য মুলতুবি করা হচ্ছে অধিবেশন।

Read in English

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন

tmc bjp CONGRESS amit shah Nagaland Parliament Winter Session Nagaland Firing
Advertisment