Advertisment

কেন সিএএ দরকার? বোঝাতে মার্চে কলকাতায় অমিত শাহ

‘‘পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন কেন দরকার সেটা বোঝাতে উনি আসবেন। এখানে সিএএ ও এনপিআর নিয়ে তাঁর মত ব্যক্ত করবেন’’।

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah, অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে এবার বাংলায় প্রচারে আসছেন অমিত শাহ। মার্চ মাসের প্রথম সপ্তাহেই কলকাতায় আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে এখনও দিনক্ষণ পাকাপাকি হয়নি। সোমবার সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন রাজ্যে বিজেপি নেতা রাহুল সিনহা। মূলত সিএএ ও এনপিআরের প্রয়োজনীয়তার কথা জনমানসে তুলে ধরতেই শাহের কলকাতা সফর বলে জানিয়েছেন রাহুল।

Advertisment

এ প্রসঙ্গে এদিন সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘‘কেন নাগরিকত্ব আইন করার প্রয়োজন পড়ল, সে সম্পর্কে আমরা পুস্তিকা বিতরণ করছি, লিফলেট বিলি করছি, বাড়ি বাড়ি প্রচার করছি। এ সম্পর্কে মানুষের জানা দরকার। আশা রাখছি, শীঘ্রই কলকাতায় আসবেন অমিত শাহ। মার্চ মাসের প্রথম দিকে কলকাতায় আসবেন উনি। দিনও প্রায় স্থির হয়েছে, কিন্তু পাকাপাকি হয়নি, তবে কার্যক্রম স্থির হয়েছে। পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন কেন দরকার সেটা বোঝাতে উনি আসবেন। এখানে সিএএ ও এনপিআর নিয়ে তাঁর মত ব্যক্ত করবেন।’’

আরও পড়ুন: মমতা সরকারের বাজেট: একনজরে বড় ঘোষণা

আরও পড়ুন: ‘ঘুষ দিয়েও ভোট পাওয়া যাবে না’, মমতাবাহিনীকে খোঁচা দিলীপের

সিএএ প্রসঙ্গে রাহুল সিনহা আরও বলেন, ‘‘একটা কথা বলা হচ্ছে, কাগজ দেখাব না। কাগজ দেখানোর তো কোনও প্রসঙ্গই আসেনি। যদি কখনও কাগজ দেখানোর দরকার হয়, যাঁরা কাগজ দেখাবেন না, তাঁরা দেশে থাকতে পারবেন কিনা, সেটা চিন্তার বিষয় রয়েছে। দেশে থাকব অথচ দেশের আইন মানব না, দেশের সংবিধান মানব না, তাঁদের দেশবিরোধী বলা ছাড়া অন্য কিছু বলা যায় না।"

পশ্চিমবঙ্গে সিএএ-র সমর্থনে বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে এদিন রাহুল সিনহা বলেন, ‘‘সিএএ-র বিরুদ্ধে সব করা যাবে, অথচ সিএএ-র সমর্থনে কিছু করা যাবে না। এটা কি গণতন্ত্র? রাজ্যের গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। রাজ্যকে রক্ষার কাজ করছে বিজেপি’’।

উল্লেখ্য, সিএএ বিরোধিতায় অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গও উত্তাল হয়েছে। সিএএ-র বিরুদ্ধে লাগাতার কর্মসূচি করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষিতে শাহের কলকাতা সফর রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
amit shah
Advertisment