Advertisment

উনিশে দলকে চাঙ্গা করতে জানুয়ারিতে ত্রিপুরায় অমিত শাহ

আগামী ৫ জানুয়ারি ত্রিপুরা যাচ্ছেন অমিত শাহ। উনিশের নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে সে রাজ্যে দলের ‘পৃষ্ঠ প্রমুখ’দের সঙ্গে বৈঠক সারবেন শাহ। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনই খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah, অমিত শাহ

অমিত শাহ। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

উনিশের ভোটযুদ্ধের ঘুঁটি সাজানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন অমিত শাহ। লোকসভা ভোটের তদারকিতে ক’দিন আগেই ১৭টি রাজ্যের ‘ইন-চার্জ’ হিসেবে দলের শীর্ষ নেতাদের গুরুদায়িত্ব দিয়েছেন মোদী সেনাপতি। নতুন বছরে এবার বিভিন্ন রাজ্যের প্রস্তুতি সরেজমিনে দেখতে উঠেপড়ে লাগলেন বিজেপি সভাপতি। আগামী ৫ জানুয়ারি এ কাজেই ত্রিপুরা পাড়ি দিচ্ছেন অমিত শাহ। উনিশের নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে সে রাজ্যে দলের ‘পৃষ্ঠ প্রমুখ’দের সঙ্গে বৈঠক সারবেন শাহ। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনই খবর।

Advertisment

জানুয়ারির প্রথম সপ্তাহে ত্রিপুরায় গিয়ে অবশ্য কোনও জনসভা করছেন না অমিত শাহ। মূলত লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। এজন্য দলের ‘পৃষ্ঠ প্রমুখ’দের সঙ্গে বৈঠক করার কথা তাঁর। এ প্রসঙ্গে দলের মুখপাত্র অশোক সিনহা বলেন, ‘‘৫ জানুয়ারি বিবেকানন্দ গ্রাউন্ডে ‘পৃষ্ঠ প্রমুখ সম্মেলনে’ বক্তৃতা দেবেন অমিত শাহ। ২০১৯ সালের নির্বাচনে ‘পৃষ্ঠ প্রমুখ’দের দায়িত্ব তুলে দেবেন তিনি।’’

আরও পড়ুন, উনিশের শুরুতেই লোকসভা ভোটের প্রচারে কেরালায় মোদী

রাজ্যে বিজেপি সভাপতির সফরের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন বিপ্লব কুমার দেব। সে রাজ্যের বিজেপি সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব এ নিয়ে দলের প্রধান কার্যালয়ে জরুরি বৈঠক সারেন বৃহস্পতিবার রাতে। উল্লেখ্য, প্রায় ২৫ বছরের লাল দুর্গ চুরমার করে উত্তর-পূর্বের সে রাজ্যে পদ্মফুল ফুটিয়েছেন অমিত শাহরা। লোকসভা ভোটেও সেই জয়ের ধারা ধরে রাখতে মরিয়া বিপ্লবরা।

অন্যদিকে, উনিশের শুরুতেই জোরকদমে লোকসভা ভোটের প্রচারে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আগামী ৬ জানুয়ারি কেরালায় উনিশের নির্বাচনের প্রচার চালাবেন মোদী। লোকসভা ভোটের প্রচারে কেরালার পাথানামথিট্টায় মোদীর সফর রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ পাথানামথিট্টা জেলাতেই রয়েছে শবরীমালা মন্দির।

amit shah bjp
Advertisment