গেরুয়া রাজনীতির কুশীলবদের একাংশের মতে, তিনি নামেও যেমন অমিত, সাংগঠনিক কাজেও ঠিক তেমনই। আর সে জন্যই সাধারণ বুথ কর্মী থেকে পদ্ম ব্রিগেডের প্রধান সেনাপতি হয়েছেন অমিত ক্ষমতাধর শাহ। তবে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি যতই ক্ষমতাধর হয়ে থাকুন, তাঁকে রীতিমতো বিপাকে ফেলেছে 'সোয়াইন ফ্লু'। এই মুহূর্তে পরিস্থিতি এতটাই কঠিন যে অমিত শাহকে 'স্পর্শ' পর্যন্ত করা যাচ্ছে না। আর সে জন্যই মঙ্গলবার মালদায় বিজেপি-র সভায় কেন্দ্রীয় সভাপতি যোগ দিলেও, তাঁকে মালা পরাতে পারেনি রাজ্য নেতৃত্ব।
মালদার সভা চত্বরে এদিন অমিত শাহ প্রবেশ করতেই পরিচিত ঢঙে জয়ধ্বনি দিতে শুরু করেন মঞ্চে উপস্থিত নেতারা। সে সময় বক্তৃতা রাখছিলেন রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ জানান, অমিত শাহর শারীরিক অবস্থা একটাই গুরুত্বপূর্ণ যে তাঁকে স্পর্শ করতেও নিষেধ করেছেন ডাক্তার। আর এ জন্যই 'প্রিয় অমিত ভাই'কে মাল্যদান থেকে বিরত থাকতে হল বঙ্গ বিজেপি-কে। তবে, এমন শারীরিক অবস্থা নিয়েও অমিত মালদার সভায় এসেছেন এবং এ থেকেই বোঝা যায় রাজনৈতিকভাবে বিজেপি-র কাছে বাংলার গুরুত্ব ঠিক কতটা, দাবি দিলীপ ঘোষের।
আরও পড়ুন: অমিত শাহর মালদার বক্তৃতার হাইলাইট
উল্লেখ্য, ১৬ জানুয়ারি (বুধবার) সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) হাসপাতালে ভর্তি হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। শাহ নিজেই টুইট করে এই খবর দিয়েছিলেন। হিন্দিতে লেখা একটি টুইটে তিনি জানিয়েছেন, “আমার সোয়াইন ফ্লু ধরা পড়েছে, আপাতত এর চিকিৎসা চলছে। ভগবানের দয়ায় এবং আপনাদের শুভেচ্ছায় আমি শিগগিরই সুস্থ হয়ে উঠব।” এরপর সত্যিই আরোগ্য লাভ করেন এবং হাসপাতাল থেকে ছাড়া পান শাহ। তবে এখনও পর্যন্ত কড়া বিধি নিষেধের মধ্যেই থাকতে হচ্ছে নরেন্দ্র মোদীর নির্ভরযোগ্য সেনাপতিকে।