Advertisment

Rahul Gandhi: নির্বাচনী ফলাফলের পর প্রথম মুখ খুললেন রাহুল, কী বললেন কংগ্রেস নেতা?

Rahul Gandhi: নির্বাচনের ফল প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে রাহুল গান্ধীর প্রথম বিবৃতি সামনে এসেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টে তিনি লিখেছেন....

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi

রাহুল গান্ধী

Rahul Gandhi: হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফল অনুসারে রাজ্যে ৪৮টি আসন জিতে বিজেপি তৃতীয় মেয়াদে নিরঙ্কুশ  সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এবারের হরিয়ানা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে কংগ্রেস। কংগ্রেস রাজ্যের সরকার গড়ার স্বপ্ন দেখছিল। সেখানে নির্বাচনী ফলাফল অনুসারে হরিয়ানায় দল জিতেছেন মাত্র ৩৭টি আসন। এই নির্বাচনের ফলাফলের পরে, ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধী কংগ্রেসের মধ্যে বাকযুদ্ধ আরও জোরালো হয়েছে। বিজেপি হরিয়ানায়  কংগ্রেসের পরাজয়ের জন্য রাহুল গান্ধীকে দায়ী করছে। 

Advertisment

এদিকে ফলাফল ঘোষণার পর অবশেষে হরিয়ানা ও জম্মু-কাশ্মীরের নির্বাচনের ফলাফল নিয়ে নীরবতা ভাঙলেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী।  নির্বাচনের ফল প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে রাহুল গান্ধীর প্রথম বিবৃতি সামনে এসেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টে তিনি লিখেছেন, 'জম্মু ও কাশ্মীরের জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ - 'রাজ্যে ইন্ডিয়া জোটের জয় সংবিধানের জয়, গণতান্ত্রিক আত্মসম্মানের জয়।'

এই নিয়ে টানা ১০ বার, রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক, EMI বাড়বে কি?

হরিয়ানায় কংগ্রেসের পরাজয় প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, 'আমরা হরিয়ানার অপ্রত্যাশিত ফলাফল বিশ্লেষণ করছি। বহু বিধানসভা কেন্দ্র থেকে আসা অভিযোগের কথা নির্বাচন কমিশনকে জানাব। হরিয়ানার সমস্ত জনগণকে তাদের সমর্থনের জন্য এবং আমাদের কর্মীদের তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আন্তরিক ধন্যবাদ। আমরা অধিকারের জন্য, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচারের জন্য, সত্যের জন্য এই সংগ্রাম চালিয়ে যাব এবং আপনার আওয়াজ তুলতে থাকব।

হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের ফলাফলের পরে বিজেপি কর্মীদের সভায় ভাষণ দিতে গিয়ে, রাজ্যে দলের হ্যাটট্রিক উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র বলেছেন "হরিয়ানায় তৃতীয়বারের মতো পদ্ম ফুটেছে"। তিনি এটাকে ‘সংবিধানের জয়’ বলেও অভিহিত করেছেন।

rahul gandhi
Advertisment