Advertisment

দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হতেই স্বরাষ্ট্রমন্ত্রী পদে ইস্তফা অনিল দেশমুখের

মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। এমনটাই জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তোলাবাজ চক্র চালানোর অভিযোগ এনেছিলেন মুম্বইয়ের মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিংহ। মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনারের সেই অভিযোগের ভিত্তিতে অনিল দেশমুখের বিরুদ্ধে সোমবার সিবিআই তদন্তের নির্দেশ দেয় বম্বে হাইকোর্ট। এদিকে, তদন্তের নির্দেশ হতেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন অনিল।

Advertisment

সিবিআইকে ১৫ দিনের মধ্যে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। এমনটাই জানা গিয়েছে। এনসিপি নেতা নবাব মালিক সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

মুম্বইয়ের প্রাক্তন পুলিশ প্রধান পরম বীর সিং একটি বিস্ফোরক চিঠি প্রকাশ করার পর বিজেপি মহা বিকাশ আগাদি সরকার থেকে তাঁকে অপসারণের দাবি জানিয়েছিল। সেই চিঠিতে বলা হয়েছিল অনিল দেশমুখ মুম্বাইয়ের বার ও হোটেল থেকে পুলিশ কর্মকর্তাদের মাসিক ১০০ কোটি টাকা সংগ্রহ করতে বলেছিল।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Anil Deshmukh
Advertisment