লটারিতে কোটিপতি তৃণমূলের 'কেষ্ট'! কী বললেন অনুব্রত মণ্ডল?

ভিন রাজ্যের লটারি সংস্থার ওয়েবসাইটে বিজয়ীর যে ছবি প্রকাশ করা হয়েছে তা হুবহু অনুব্রত মণ্ডলের মতো। নামটিও একই।

ভিন রাজ্যের লটারি সংস্থার ওয়েবসাইটে বিজয়ীর যে ছবি প্রকাশ করা হয়েছে তা হুবহু অনুব্রত মণ্ডলের মতো। নামটিও একই।

author-image
IE Bangla Web Desk
New Update
anubrata mondal wins 1 crore in lottery viral post

লটারিতে ১ কোটি টাকা জিতেছেন অনুব্রত মণ্ডল?

লটারিতে কোটিপতি বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল! ভিন রাজ্যের লটারি সংস্থার ওয়েবসাইটে বিজয়ীর যে ছবি প্রকাশ করা হয়েছে তা হুবহু অনুব্রত মণ্ডলের মতো। নামটিও একই। যা সোমবার সকাল থেকেই সোশাল মাধ্যমে ভাইরাল।

Advertisment

নাগাল্যান্ড রাজ্য লটারি সংস্থার ওয়েবসাইটে (https://lotterysambadresult.in/) উল্লেখ, প্রতিদিন দুপুর ১টা, সন্ধ্যা ৬টা ও রাত ৮টায় ফলাফল জানানো হয়। ওয়েবসাইটেই প্রতিদিন তিন বার নাম ও ছবি দিয়ে বিজেতাদের নাম ঘোষণা করা হয়। সেখানেই দেখা যাচ্ছে যে, সোমবার (১৭ই জানুয়ারি, ২০২২) দুপুর ১টার লটারিতে বিজয়ী হয়েছেন অনুব্রত মণ্ডল। পেয়েছেন ১ কোটি টাকা। এরপরই শুরু হয়েছে তোলপাড়।

publive-image
Advertisment

তবে, নাগাল্যান্ড রাজ্য লটারি সংস্থার ওয়েবসাইট কর্তৃপক্ষের থেকে বিষয়টির সত্যতা যাচাই করেনি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

সত্যিই কী কোটি টাকা পুরস্কার পেয়েছেন বীরভূমের 'কেষ্ট'? সূত্রের খবর, এপ্রসঙ্গে অবশ্য মুখ খুলতে চাননি দোর্দদণ্ডপ্রতাপ তৃণমূল নেতা তথা শাসক দলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

অনুব্রত মণ্ডলের এই লটারি জয়কে টুইটে কটাক্ষ করে নানা প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা সপ্তর্ষী চৌধুরী।

tmc anubrata mondal Birbhum