Advertisment

Anupam Hazra: 'নোংরা লবিবাজি চলছে', কড়া তোপ অনুপমের

'নির্বাচন চলাকালীন দু-একজন নেতাকে নিয়ে অতি মাতামাতি করা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও লবি বাজি করে বাকিদের বসিয়ে রেখে অবজ্ঞা বা অপমান করার করুণ পরিণতি!'

author-image
IE Bangla Web Desk
New Update
Anupam Hazra was vocal about lobbying in the bjp

বিজেপিতে যোগদানের সময় অনুপম হাজরা।

মুকুল রায় দল ছাড়ার খবর স্পষ্ট হতেই রাজ্য বিজেপিতে বড় ধাক্কা। দল শৃঙ্খলার নামে প্রকাশ্যে নেতাদের বিবৃতি জারিতে নিষেধাজ্ঞা চাপালেও তা মানছেন না কেউ। উল্টে কেউ মুকুলকে কটাক্ষ করছেন, কেউ আবার বিজেপির সর্বভারতীয় সহসভাপতিকে প্রচ্ছন্ন সমর্থন করেই তোপ দাগছেন গেরুয়া নেতাদের বিরুদ্ধেই। ভোটের পর রাজ্য বিজেপিতে যেন ভাঙনের ইঙ্গিত। যা জোড়াল করেছে এ দিন বিজেপি নেতা অনুপম হাজরার টুইট।

Advertisment

আরও পড়ুন- Mukul Roy Joins TMC: বিজেপির ইন্দ্রপতন, মমতার উপস্থিতিতে তৃণমূলে ‘ঘরওয়াপসি’ সপুত্র মুকুলের

ফেসবুক পোস্টে অনুপম হাজরা লিখেছেন, 'নির্বাচন চলাকালীন দু-একজন নেতাকে নিয়ে অতি মাতামাতি করা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও লবি বাজি করে বাকিদের বসিয়ে রেখে অবজ্ঞা বা অপমান করার করুণ পরিণতি! চার্টার্ড ফ্লাইটের রয়্যাল যাত্রীরাও মিসিং। এখনও সময় আছে, বঙ্গ বিজেপির উচিত লবি বাজি বন্ধ করে যোগ্যতা অনুসারে বসে থাকা নেতাদের কাজে লাগানো।'

আরও পড়ুন- ‘মুকুল রায় বেইমান-গদ্দার-মিরজাফর’, তীব্র কটাক্ষ গেরুয়া নেতৃত্বের

তবে, তোপ দাগলেও অনুপম হাজরা বিজেপিতেই থাকছেন বলে ফেসবুক পোস্টে স্পষ্ট করেছেন। এমনকী তাঁকে 'বেসুরো' বলে দেগে না দেওয়ারও আবেদন করেছেন ওই পোস্টেই।কারণ হিসাবে তিনি বলেছেন, 'অসমে বঙ্গ বিজেপিতে যোগ দিয়েছিলাম। বিজেপিতে আছি ও বিজেপিতেই থাকবো।'

অনুপম নিজেও মুকুল অনুগামী বলে পরিচিত। সর্বভারতীয় সবসভাপতির দল ছাড়ার সঙ্গে সঙ্গেই অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। যেভাবে গেরুয়া শিবিরে বিক্ষুব্ধদের পালা বাড়ছে তাহলে কী বিজেপির এই কেন্দ্রীয় নেতারও দলবদলের জল্পনা তুঙ্গে উঠলো? চর্চা পদ্ম শিবিরের অন্দরে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

mukul roy bjp
Advertisment