বাংলায় মহিলারা সুরক্ষিত নন, প্রতিনিয়ত মেয়েদের অসম্মানিত হতে হচ্ছে। অভিযোগ বিজেপির। কিছুদিন আগে তাই মহিলাদের সুরক্ষার জন্য মার্শাল আর্ট দেওয়ার প্রশিক্ষণের কথা ঘোষণা করেছিল বিজেপি মহিলা মোর্চা। এবার মহিলাদের অভাব-অভিযোগ ও তার সমাধানের লক্ষ্যে বিশেষ প্রকল্পের সূচনা করল বঙ্গ বিজেপির মহিলা শাখা। বিজেপি মহিলা মোর্চার এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে, 'আর নয় মহিলাদের অসুরক্ষা'। সংগঠনের তরফে জানানো হয়েছে, এখন থেকে কোনও মহিলা বিপদে পড়লে নির্দিষ্ট টোল ফ্রি নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করে দলের কাছে তাঁর অভিযোগ জানাতে পারবেন।
আরও পড়ুন- দুর্গাপুজোর আগেই কলকাতায় সিঁদুর খেলায় বিদায় মোদী সরকারের
বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল দলের সদর কার্যালয়ে 'আর নয় মহিলাদের অসুরক্ষা' প্রকল্পের সূচনা করেছেন। গত সাড়ে ৯ বছরে মহিলাদের উপর কী কী অত্যাচার হয়েছে, তার বর্ণণা দিয়ে একটি পুস্তকও প্রকাশ করা হয়েছে। অগ্নিমিত্রা পাল বলেছেন, 'পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা, কিন্তু এ রাজ্যে মহিলাদের কোনও সুরক্ষা নেই। দিনের পর দিন মহিলাদের উপর অত্যাচার বেড়ে চলেছে। পুলিশ এই অপরাধ রুখতে যথেষ্ট নয়। তাই অত্যাচারিত মহিলারা যাতে নির্দিধায় তাঁদের অভিযোগ জানাতে পারেন সেই জন্যই এই নয়া প্রকল্প।'
আরও পড়ুন- “অতীত ভুললে ভবিষ্যৎ অন্ধকার”, হুঁশিয়ারি শুভেন্দুর
রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রীর কথায়, 'ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান অনুসারে- মহিলাদের উপর যৌন নিগ্রহ, অ্যাসিড আক্রমণ সহ অন্যান্যঅপরাধ সংগঠিত হওয়ার ক্ষেত্রে দেশের প্রথম তিন রাজ্যের মধ্যে রয়েছে বাংলা। এবার পরিস্থিতি বদলের সময় এসেছে।'
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন