Advertisment

বিজেপি নেতাদের পরিবারের সন্তানদের অন্য ধর্মে বিয়েও কি 'লাভ জিহাদ', প্রশ্ন মুখ্যমন্ত্রীর

লাভ জিহাদ নিয়ে বিজেপি নেতৃত্বের কাছে কড়া প্রশ্ন ছুঁড়ে দিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লাভ জিহাদ নিয়ে বিজেপি নেতৃত্বের কাছে কড়া প্রশ্ন ছুঁড়ে দিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। লাভ জিহাদের (বিয়ের জন্য ধর্ম পরিবর্তন) বিরুদ্ধে সরব গেরুয়া শিবির। একাধিক বিজেপি শাসিত রাজ্যে লাভ জিহাদ আটকাতে কড়া আইন আনার কথা বলা হয়েছে। ঠিক সেই সময়ই মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা বাঘেলের প্রশ্ন, 'বিজেপি নেতাদের পরিবারের কেউ অন্য ধর্মে বিয়ে করলেও কি সেটা লাভ জিহাদের আওতাধীন হবে?'

Advertisment

সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেছেন, 'যদি কোনও বিজেপি নেতার ছেলে-মেয়ে অন্য ধর্মের মানুষের সঙ্গে বিয়ে করেন তাব তা লাভ জিহাদ বলেই গণ্য হবে?'

দ্য সানডে এক্সপ্রেসকে এই কংগ্রেস নেতা জানিয়েছেন, 'সমাজকে সাম্প্রদায়িক করে তুলতেই লাভ জিহাদের মত পদক্ষেপ করছে বিজেপি। বাংলার ভোটের দিকে তাকিয়েই ওদের এই প্রয়াস। হিন্দু ভোট নিজেদের দিকে টানতে ধর্মের ভিত্তিতে বিজেপি ভোটারদের বিভক্ত করছে।'

বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্নাটক, আসাম সরকার লাভ জিহাদ ঠেকাতে কড়া আইন আনার প্রস্তাব দিয়েছে। যোগীর রাজ্য়ে স্বরাষ্ট্র দফতরের তরফে সেই প্রস্তাব আইন দফতরে পৌঁছেও গিয়েছে। লাভ জিহাদের বিরুদ্ধে সোচ্চার পদ্ম বাহিনী। ঠিক সেই সময় বিজেপি নেতাদের উদ্দেশে ভূপেশ বাঘেলের প্রশ্ন অত্যন্ত তাৎপর্যবাহী।

বাঘেলের অভিযোগ, 'রাজনৈতিক ফায়দা তুলতেই লাভ জিহাদের নামে নতুন আইন আনার কথা বলা হচ্ছে। ক'জন মানুষের বিয়ে কোথায়, কোন ধর্নমের মানুষের সঙ্গে হচ্ছে তাতে নজরদারি চালাবে ওরা। নিজের দলের নেতাদের সন্তানদের দিকেই ওরা খেয়াল রাখতে পারবে?'

এলাহাবাদ হাইকোর্ট সম্প্রতি রায়ে জানিয়েছে শুধুমাত্র বিয়ের জন্য ধর্ম পরিবর্তন কোনও মতেই গ্রহণযোগ্য নয়। এরপরই লাভ জিহাদের বিরুদ্ধে মুখর বিজেপি। তবে কেন্দ্রীয় শাসক দলের যুক্তি ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বহু কংগ্রেস নেতা। বাঘেলের আগে রাজস্থানের কংগ্রেসী মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'দেশে সাম্প্রদায়িক সদ্ভাব নষ্ট করতে এবং দেশের মধ্যে বিভাজন আনতে ‘লাভ জিহাদ’ শব্দের আমদানি করেছে বিজেপি। ভালোবাসায় জিহাদের কোনো স্থান নেই। বিবাহ ব্যক্তি স্বাধীনতার বিষয়। এই বিষয়ে আইন আনা সম্পূর্ণ অসাংবিধানিক এবং এই আইন কোনও আদালতেই গ্রাহ্য হবার কথা নয়।'

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp CONGRESS Love Jihad
Advertisment