/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/arjun-sing-1.jpg)
ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির পাশে বোমাবাজি।
সপরিবারে তাঁকে 'এনকাউন্টারে' খুনের পরিকল্পনা করেছিল পুলিশ। বিস্ফোরক অভিযোগ করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।
শুক্রবার অর্জুন সিংয়ের বাড়িতে পুলিশ যাওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার বেঁধে যায়। পুলিশ স্বপুত্র সাংসদকে 'এনকাউন্টার' করতে চাইছে বলে অভিযোগ করেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়। অর্জুন সিংও একটি ভিডিও টুইটে পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে, ভাটপাড়ায় সাংসদের বাড়ির চারপাশে বিশাল পুলিশ বাহিনী দাঁড়িয়ে রয়েছে। ঘটনার সময় অবশ্য সাংসদ বাড়িতে ছিলেন না। দলীয় কাজে নদিয়ায় ছিলেন ব্যারাকপুরের সাংসদ।
টুইটে অর্জুন সিং লেখেন, 'পুলিশ আমার বাড়িতে এসেছে। ভাটপাড়ার বিধায়ক, আমাকে ও পরিবারের বাকি সদস্যদের এনকাউন্টারের চেষ্টা করছে পুলিশ। দিদি, আসন হারানোর ভয়, এত নিচে নেমে গিয়েছেন আপনি?'
জানা গিয়েছে, সমবায় ব্যাংক দুর্নীতিতে অভিযুক্ত সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো। তাঁকে খুঁজতেই এদিন সাংসদের বাড়িতে যায় ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। তবে, সার্চ ওয়ারেন্ট না থাকায় সাংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ বাহিনীর জওয়ানরা পুলিশকে বাড়িতে প্রবেশে বাধা দেয়।
আরও পড়ুন- স্বপুত্র অর্জুনকে এনকাউন্টার করা হতে পারে, আশঙ্কা বিজয়বর্গীয়র
অর্জুন পুত্র তথা ভাটপাড়ার বিধায়র পবণ সিং বলেছেন, 'পুলিশকে আমি বলি, আপনারা সাংসদ-বিধায়কের বাড়িতে এসেছেন। এইভাবে সার্চ ওয়ারেন্ট ছাড়া বাড়ির মধ্যে পুলিশ ঢুকতে পারে না। আপনারা বিনা ওয়ারেন্টে সার্চ করবেন কীভাবে?'
এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় টুইটে মুখ্যমন্ত্রীকে নিশানা করে লেখেন, 'পশ্চিমবঙ্গে ব্যারাকপুরের বিজেপি সাংসদ শ্রী অর্জুন সিংয়ের বাড়ি আজ ফের পুলিশ ঘিরে ফেলেছে! পুলিশ ওনাকে ও ওনার বিধায়ক পুত্র পবণ সিংকে এনকাউন্টার করতে চায় বলে আশঙ্কা করছি। মমতাজী, পুলিশ এই ধরনের কোনও পদক্ষেপের চেষ্টা করলে তার পরিণাম ভালো হবে না।'
এই প্রসঙ্গে ব্যারাকপুর কমিশনারেটের তরফে কোনও মন্তব্য করা হয়ননি। তবে, রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, 'সমবায় ব্যাক দুর্নীতি মামলার প্রেক্ষিতে তল্লাশি করছিল পুলিশ। উত্তরপ্রদেশে এনকাউন্টার সংস্কৃতিকে উৎসাহিত করা হয়। বাংলা এনকাউন্টার হত্যায় বিশ্বাস করে না।'
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন