Advertisment

রবিবার 'ঘরওয়াপসি', সোমে তৃণমূলে বড় দায়িত্ব পেলেন অর্জুন সিং

অর্জুনের গলায় গোলাপের মালা পরিয়ে গান গেয়ে অর্জুনকে স্বাগত জানান মদন মিত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
Arjun Singh gets big role in TMC after return

তৃণমূলে ফিরেই বড় দায়িত্ব পেলেন অর্জুন সিং

ঘরওয়াপসির ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূলে বড় দায়িত্ব পেলেন সাংসদ অর্জুন সিং। বনগাঁ সাংগঠনিক জেলার দায়িত্ব পেলেন ভাটপাড়ার নেতা। রবিবারই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অর্জুন। তার পরদিনই বিরাট দায়িত্ব দিল দল।

Advertisment

সোমবার দমদম-বারাকপুর সাংগঠনিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, ছিলেন বিধায়ক মদন মিত্র, পার্থ ভৌমিক, রাজ চক্রবর্তী, সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী, তাপস রায়রা। সেখানেই দীর্ঘদিনের বিবাদ ভুলে অর্জুনকে দলে স্বাগত জানান মদনরা। অর্জুনের গলায় গোলাপের মালা পরিয়ে গান গেয়ে অর্জুনকে স্বাগত জানান মদন।

বৈঠকে জ্যোতিপ্রিয় জানান, এখন থেকে অর্জুন সিং বনগাঁয় দলের সাংগঠনিক দায়িত্ব সামলাবেন। বনগাঁয় ইতিমধ্যেই দলের সংগঠন দেখার জন্য কিছুদিন আগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাঁকে দায়িত্ব দিয়েছিলেন তাঁর কী হবে এবার সেটা প্রশ্ন উঠেছে। তবে অর্জুন দলে ফেরা মাত্রই তাঁকে বড় দায়িত্ব দিয়ে তৃণমূল বুঝিয়ে দিল আগামিদিনে বিজেপির শক্ত ঘাঁটি বনগাঁয় অর্জুনকে পুরোদমে কাজে লাগানো হবে।

আরও পড়ুন ‘বঞ্চনার অভিযোগ’, অর্জুনের দলবদলের পরদিনই ‘বেসুরো’ বিজেপি সাংসদ সৌমিত্র

অর্জুন সিং দল ছাড়ার পর এবার দায়িত্ব আরও বাড়তে চলেছে শুভেন্দু অধিকারীর। সব কিছু ঠিকঠাক থাকলে এবার দলের বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির দায়িত্বে রাজ্যের বিরোধী দলনেতা। সোমবার নিউটাউনের হোটেলে জরুরি বৈঠকে বসেছিল বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেই বৈঠকেই শুভেন্দু অধিকারীকে বারাকপুর সাংগঠনিক জেলায় দলের কাজকর্ম দেখভালের দায়িত্ব দিতে সওয়াল তোলেন নেতারা। দলের শীর্ষ নেতৃত্বেরও এতে আপত্তি নেই বলেই সূত্র মারফত জানা গিয়েছে।

জানা গিয়েছে, অর্জুন দল ছাড়তেই বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপিতে ব্যাপক রদবদল আনা হচ্ছে। সোমবার নিউটাউনের একটি হোটেলে জরুরি বৈঠকে বসেন দলের রাজ্য নেতৃত্ব। সেই বৈঠকে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অমিত মালব্যরা। বৈঠকে দিল্লি থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও। এতদিন বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির দেখভালের দায়িত্বে ছিলেন সাংসদ অর্জুন সিং।

tmc Madan Mitra Arjun Singh
Advertisment