Advertisment

কম্পিউটারে নজরদারি ছাড়া আইসিস মডিউলের হদিশ জানা যেত না: জেটলি

জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা টিঁকে থাকতে পারে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রে, এমনটাই মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি। জঙ্গি চক্র ফাঁস করতে কম্পিউটারে নজরদারির মত ঘটনা জরুরি বলে মত দিয়েছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভোটের অংক, জোটের অংক নিয়ে ফেসবুকে নোট লিখেছেন অর্থমন্ত্রী

কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি আইসিস মডিউল ফাঁস করার জন্য ভূয়সী প্রশংসা করেছেন এনআইএ-র। একইসঙ্গে কম্পিউটারে নজরদারি নিয়ে বিরোধিতার জন্য এক হাত নিয়েছেন অন্য রাজনৈতিক দলগুলিকে। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রক দেশের যে কোনও কম্পিউটারে সংরক্ষিত তথ্যাদির ওপর নজরদারির ব্যাপারে দেশের দশটি সংস্থাকে সবুজ সংকেত দিয়েছে।

Advertisment

নিজের টুইটার হ্যান্ডেলে অরুণ জেটলি স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকার সমর্থনে মুখ খুলে বলেছেন, ইলেক্ট্রনিক মাধ্যমে যোগাযোগের ওপর নজরদারি ছাড়া এই জঙ্গি মডিউলের ওপর হানা দেওয়া সম্ভব হত না।

কংগ্রেস এর আগে কেন্দ্রের বিরুদ্ধে নাগরিকদের ওপর নজরদারির অভিযোগ এনেছিল, এবং বলেছিল জর্জ অরওয়েল কাছাকাছিই আছেন। সে প্রসঙ্গ তুলে কটাক্ষ করেছেন জেটলি।

এর আগে প্রবীণ কংগ্রেস নেতা চিদাম্বরম নরেন্দ্র মোদী সরকারেক এই ইস্যুতে আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন, "কেউ যদি আপনার কম্পিউটার সহ কম্পিউটারের ওপর নজরদারি চালায় তাহলে বুঝতে হবে অরওয়েলের রাষ্ট্রব্যবস্থা লাগু হয়ে গেছে। জর্জ অরওয়েল কাছাকাছিই আছেন। এ ঘটনা নিন্দাজনক।"

অরুণ জেটলি বলেছেন, জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব সবার আগে। জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা কেবলমাত্র শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রেই টিঁকে থাকতে পারে, জঙ্গি অধ্যুষিত রাষ্ট্রে নয়।

বুধবার দুটি রাজ্যের ১৭টি জায়গার বিভিন্ন বাড়িতে হানা দিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে এনআইএ। তাদের দাবি, এরা আইসিস জঙ্গি মডিউলের সদস্য। ধারাবাহিক বিস্ফোরণ ঘটানোর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল এরা, দাবি করেছে তদন্তকারী সংস্থা।

NIA P Chidambaram Terrorist
Advertisment