বিজেপির সঙ্গে জোট গড়ছেন নীতীশ কুমার। এই জল্পনার মাঝে বিরাট অভিযোগ আনলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিধায়ক কিনতে ২৫ কোটি টাকার প্রস্তাব বিজেপির। কেজরিওয়ালের অভিযোগ ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি। ঠিক কী অভিযোগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী?
সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই ইণ্ডিয়া জোটে মহাজোট। এনডিএ'র সঙ্গে জোট বাঁধছেন নীতীশ এমনই জল্পনার মাঝে আপের ৭ বিধায়ককে চুরি করার অভিযোগ আনলেন কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, বিজেপি সাত জন আপ বিধায়ককে দল বদলের জন্য ২৫ কোটি টাকা করে অফার করেছে। আর কেজরিওয়ালের এই অভিযোগকে ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি ।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শনিবার অভিযোগ করেছেন যে বিজেপি দিল্লিতে আম আদমি পার্টির (আপ) সাতজন বিধায়ককে চুরি করার করার চেষ্টা করেছে। দল বদলের জন্য ২৫ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে তাদের।
কেজরিওয়াল, আজ এক্স-এ একটি দীর্ঘ পোস্টে বলেছেন, "সম্প্রতি বিজেপি দিল্লিতে আমাদের সাতজন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছে এবং বলেছে, 'আমরা কয়েকদিন পর কেজরিওয়ালকে গ্রেফতার করব। আমরা দিল্লিতে আম আদমি পার্টির সরকারের পতন ঘটাব। বিধায়কদের ২৫ কোটি টাকার প্রস্তাব দেওয়ার পাশাপাশি আসতে বিজেপির টিকিটে নির্বাচনে দাঁড়ানোরও আশ্বাস দেওয়া হয়েছে তাঁদের।"
কেজরিওয়াল আরও অভিযোগ করেছেন যে বিজেপি দিল্লিতে আপ সরকারের পতনের চেষ্টা করছে। তিনি পোস্টে উল্লেখ করেছেন, "এর মানে হল যে কোনও মদ কেলেঙ্কারির তদন্ত করতে আমাকে গ্রেফতার করা হচ্ছে না। বিজেপি দিল্লিতে আম আদমি পার্টির সরকারকে পতনের ষড়যন্ত্র করছে। গত নয় বছরে, তারা আমাদের সরকারের পতনের অনেক ষড়যন্ত্র করেছে। কিন্তু সবেতেই তারা ব্যর্থ হয়েছে । ঈশ্বর এবং জনগণ সর্বদা আমাদের সমর্থন করেছে। আমাদের সমস্ত বিধায়কও দৃঢ়ভাবে একত্রিত"।