Advertisment

Arvind Kejriwal Arrest: আদালতের নির্দেশে ভেঙে পড়লেন কেজরিওয়াল, তিহাড়েই যেতে হচ্ছে আপ সুপ্রিমোকে

সোমবারই শেষ হয় কেজরিওয়ালের ইডি হেফাজত

author-image
IE Bangla Web Desk
New Update
Arvind Kejriwal Arrested in Delhi Liquor Policy Scam Case Live Update

দিল্লির মদ নীতি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল লাইভ আপডেট: কেজরিওয়াল গ্রেফতার হওয়া প্রথম মুখ্যমন্ত্রী হয়ে ওঠেন, তদন্ত সংস্থার সমন এড়িয়ে যাওয়ার পর - মোট নয়টি - এবং তাদের "অবৈধ" বলে অভিহিত করার পরে। (অভিনব সাহার এক্সপ্রেস ছবি)

কিছুতেই স্বস্তি মিলছে না আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। আবগারি নীতি মামলায় এবার কেজরিওয়ালকে ১৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। কেজরিওয়ালকে ১৫ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এর পর কেজরিওয়ালকে আদালত থেকে সরাসরি তিহার জেলে নিয়ে যাওয়া হবে।

Advertisment

সোমবারই শেষ হয় কেজরিওয়ালের ইডি হেফাজত। আজ আপ সুপ্রিমোকে ইডি রাউজ অ্যাভিনিউ আদালতে পেশ করে। ইডি আদালতের মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের হেফাজতের মেয়াদ না বাড়িয়ে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর দাবি জানায়। ইডি আদালতকে জানিয়েছে যে অরবিন্দ কেজরিওয়াল তদন্তে কোনরকমের সহযোগিতা করছেন না।

কেজরিওয়ালকে তিনটি বই পড়ার অনুমতি দিতে আদালতে আবেদন করেছেন অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবীরা। এই বইগুলো হল ভগবদ গীতা, রামায়ণ এবং সাংবাদিক নীরজা চৌধুরীর লেখা ‘হাউ প্রাইম মিনিস্টারস ডিসাইড’…! সোমবার সকাল থেকেই তিহার জেলে অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে প্রস্তুতি শুরু হয়।


ইডি অভিযোগ করেছে যে আবগারি নীতিতে পরিবর্তনের এনে সাউথ ব্লকের মদ ব্যবসায়ীদের কাছ থেকে ১০০ কোটি টাকা ঘুষ নিয়ে তা গোয়া এবং পাঞ্জাব বিধানসভা নির্বাচনে ব্যবহার করা হয়েছিল। কেজরিওয়াল হাইকোর্টে ইডি গ্রেফতারি এবং ইডি হেফাজতকে চ্যালেঞ্জ করেছেন এবং এই বিষয়ে ৩রা এপ্রিল শুনানি হবে। এই মামলায় উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এবং রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং ইতিমধ্যেই বিচার বিভাগীয় হেফাজতে কারাগারে রয়েছেন।

Kejriwal
Advertisment