Advertisment

Arvind Kejriwal ED Summons: সপ্তম সমন! সোমে হাজির হবেন কেজরিওয়াল? লাখ টাকার প্রশ্ন

সপ্তমবারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আম আদমি পার্টি (এএপি) সুপ্রিমোকে সোমবার, ২৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সংস্থার সামনে হাজির হতে বলা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
The CM had brought on a no trust motion on Friday, alleging that the BJP was trying to poach AAP MLAs and topple his government

ED-Kejriwal: দিল্লির আবগারি নীতি সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার করা হল।

দিল্লির আবগারি নীতি সংক্রান্ত আর্থিক তছরূপ মামলায় সপ্তমবারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আম আদমি পার্টি (এএপি) সুপ্রিমোকে সোমবার, ২৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সংস্থার সামনে হাজির হতে বলা হয়েছে।

Advertisment

এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী ইডির জারি করা ৬টি সমন এড়িয়ে গেছেন। প্রতিবারই সমনকে "অবৈধ" বলে অভিহিত করেছেন। ১৯ ফেব্রুয়ারি ষষ্ঠ সমন এড়িয়ে যাওয়ার সময়, কেজরিওয়াল বলেছিলেন যে বিষয়টি এখন আদালতের তদন্তাধীন এবং তদন্তকারী সংস্থার অপেক্ষা করা উচিত।

বারবার সমন পেয়েও হাজিরা এড়িয়েছেন কেজরিওয়াল। এর প্রেক্ষিপ্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতের দ্বারস্থ হয়।কেজরিওয়ালের বিরুদ্ধে দিল্লি আদালতের দ্বারস্থ হয় ইডি। আদালত ১৭ ফেব্রুয়ারি কেজরিওয়ালকে হাজিরার নির্দেশ দেয়। তবে, ওই দিন বিধানসভায় অনাস্থা প্রস্তাবের উল্লেখ করে কেজরিওয়াল আদালতের হাজিরাও এড়ান। তিনি আদালতের কাছে ১৬ মার্চ শারীরিকভাবে হাজির হওয়ার অনুমতি চান, আদালত কেজরিওয়ালের সেই আবেদন মঞ্জুর করে।

এর আগে ইডি কেজরিওয়ালকে পাঁচটি সমন জারি করেছিল। ১৪ ফেব্রুয়ারি, ২ ফেব্রুয়ারি, ১৮ জানুয়ারি, ৩ জানুয়ারি, ২২ ডিসেম্বর, ২০২৩ এবং ২ নভেম্বর, ২০২৩ তারিখে সমন জারি করে তদন্ত সংস্থা। প্রতিক্ষেত্রেই কেজরিওয়াল সমনকে অবৈধ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত বলে অভিহিত করেছেন। আপ আরও অভিযোগ করেছে যে কেন্দ্রীয় সংস্থা এজেন্সির মাধ্যমে নির্বাচনের আগে দলকে আক্রমণ করার চেষ্টা করছে।

Kejriwal
Advertisment