কেজরিওয়ালকে জেলেই মেরে ফেলার অভিযোগ তুলেছিলেন তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়াল। এদিকে শনিবার AIIMS-এর পাঁচ সদস্যের একটি চিকিৎসকের একটি দল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্য পরীক্ষা করেন। সূত্রের খবর পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল জানিয়েছেন সম্পুর্ণ সুস্থ রয়েছেন আপ সুপ্রিমো। পাশাপাশি মেডিকেল বোর্ড কেজরিওয়ালকে ইনসুলিনের ডোজ চালিয়ে যেতে বলেছেন বলেই জানা গিয়েছে।
দিল্লির একটি আদালতের নির্দেশে গঠিত একটি পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্য পরীক্ষা করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেজরিওয়ালকে পরীক্ষা করেন AIIMS-এর পাঁচ সদস্যের একটি চিকিৎসকের একটি দল। তারা কেজরিওয়ালকে ইনসুলিনের দুটি করে ডোজ চালিয়ে যেতে বলেছেন বলেই তিহার জেলের একটি সূত্র মারফত জানা গিয়েছে। নির্ধারিত ওষুধের তালিকায় কোনো পরিবর্তন করা হয়নি এবং কেজরিওয়াল "সম্পূর্ণ সুস্থ", বলেই জানিয়েছেন চিকিৎসকরা। মেডিকেল বোর্ড এক সপ্তাহ পরে আবার কেজরিওয়ালের স্বাস্থ্য পর্যালোচনা করবে।
গত সপ্তাহে, দিল্লি আদালত ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তার চিকিৎসকের সঙ্গে প্রতিদিন পরামর্শ চেয়ে অরবিন্দ কেজরিওয়ালের আবেদন প্রত্যাখ্যান করে। যাইহোক, আদালত তিহার জেল কর্তৃপক্ষকে এআইআইএমএস-এর ডাক্তারদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করার নির্দেশ দেয়।
আদালত বাড়িতে রান্না করা খাবার খাওয়ারও অনুমতি দেয় কেজরিওয়ালকে। তবে আদালত জানিয়েছে সেই খাবার অবশ্যই ডায়েট চার্ট মেনে হতে হবে। কেজরিওয়াল ইচ্ছাকৃতভাবে আম, আলু পুরি, মিষ্টি খাচ্ছেন যাতে তাঁর রক্তে শর্করার পরিমাণ বাড়ে এবং চিকিৎসা সংক্রান্ত অজুহাতে কেজরিওয়াল জামিনের আবেদন করতে পারেন আদালতে ইডির এমন অভিযোগ করার পরেই আদালত এই বিষয়ে নির্দেশ দেয়।