ইডি-র গ্রেফতার-হেফাজতকে চ্যালেঞ্জ! কেজরিওয়ালের আবেদনের উপর শুনানি শুরু করেছে দিল্লি হাইকোর্ট।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে দিল্লির কথিত আফগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিকে ইডির গ্রেফতারি ও হেফাজতের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আবেদনের উপর এদিন শুনানি শুরু করেছে দিল্লি হাইকোর্ট।
গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পিটিশনের জবাব দেওয়ার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হাইকোর্টের কাছে আরও সময় চেয়েছে। দিল্লি হাইকোর্টে এই তথ্য জানিয়েছেন সিনিয়র আইনজীবী সিংভি।
এদিকে দিল্লির মন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, 'আজ দিল্লি বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেফতারের পর এই প্রথম হাউস ডাকা হল। ইতিমধ্যেই সমস্ত বিধায়ক এই গ্রেফতারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন'।
ইডি দাবি করেছিল, যে দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলার 'মূল ষড়যন্ত্রকারী' ছিলেন কেজরিওয়াল। ২০২১-২০২২-সালে দিল্লির আবগারি নীতিতে কথিত অনিয়মের অভিযোগে ১৭ আগস্ট, ২০২২- এ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)য়ের দায়ের করা মামলার প্রেক্ষিপ্তে ED-এর তদন্ত শুরু করে।
লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার করা অভিযোগের ভিত্তিতে ২০ জুলাই, ২০২২-এ সিবিআই মামলা দায়ের করে। এই মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, আপ রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। ১৫ মার্চ এই একই মামলায় , ইডি ভারত রাষ্ট্র সমিতির বিধায়ক এবং তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও-এর কন্যা কে. কবিতাকেও গ্রেফতার করে৷
কেজরিওয়ালকে ২১ শে মার্চ গ্রেফতার করা হয়। ২৮ মার্চ পর্যন্ত ED-এর হেফাজতের নির্দেশ দেয় আদালত। ইডির তরফে আদালতে কেজরিওয়ালে "দিল্লি আবগারি কেলেঙ্কারির কিংপিং" বলে উল্লেখ করেছে।
এদিকে কেজরিওয়ালের গ্রেফতারির পর আপ অভিযোগ করেছে বিজেপি নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক অনুদানের বিশদ প্রকাশের পরে সেদিক থেকে সাধারণের "মনযোগ সরানোর" চেষ্টা করছে।