কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৃতীয় সমন এড়িয়ে গেলেন অরবিন্দ কেজরিওয়াল , 'গ্রেফতারের ষড়যন্ত্র' মনে করছে আপ।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তৃতীয় সমন এড়িয়ে গিয়েছেন। আম আদমি পার্টি (আপ) সুপ্রিমোকে দিল্লির কথিত মদ কেলেঙ্কারির নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৩রা জানুয়ারি তলব করেছিল ইডি।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমন প্রসঙ্গে একটি প্রতিক্রিয়ায়, দিল্লির মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত, তবে নোটিসটিকে "বেআইনি" বলে অভিহিত করেছেন। কেজরিওয়ালের দল অভিযোগ করেছে যে তদন্ত সংস্থা মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে চেয়েছিল এবং তাকে নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে ইডির বিরুদ্ধে।
এদিকে, বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা দিল্লির মুখ্যমন্ত্রীকে সমন এড়িয়ে যাওয়ায় কেজরিওয়ালকে নিশানা করেছেন। তিনি বলেছেন, "আজ, আবারও অরবিন্দ কেজরিওয়াল তৃতীয় সমন এড়িয়ে গেছেন। তিনি একজন অপরাধীর মত পালিয়ে বেড়াচ্ছেন"।
মঙ্গলবার আপের তরফে জাতীয় মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর বলেছেন 'কেজরিওয়ালের কাছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমন নিয়ে আইন অনুসারে পদক্ষেপ নেবে দল"। কেজরিওয়াল ৩ জানুয়ারী ইডির সামনে হাজির হবেন কিনা জানতে চাওয়া হলে, তিনি সুকৌশলে তা এড়িয়ে গিয়েছেন।
কেজরিওয়ালের কাছে এটি ছিল ইডির তৃতীয় নোটিস। কেজরিওয়াল ইডি-এর আগের সমনগুলিকে এড়িয়ে গিয়েছিলেন, সেগুলিকে "অবৈধ" এবং "রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত" বলে অভিহিত করেছিলেন।