ইডি পিটিশন মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সময় দিয়েছে আদালত। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত কেজরিওয়ালকে ১৬ মার্চ সকাল ১০টায় আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। আজ শুনানির সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। তিনি আদালতে যুক্তি দেখিয়ে বলেন, আস্থা ভোটে ব্যস্ত থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি। মদ কেলেঙ্কারি মামলায় কেজরিওয়ালকে ১৯ ফেব্রুয়ারি হাজির হতে বলে ষষ্ঠ নোটিশ পাঠিয়েছে ইডি।
আদালত সময় দিয়েছে
উল্লেখ্য, সমন না মানার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আবেদন করেছিল ইডি। এরপর কেজরিওয়ালকে আদালতে হাজির হতে বলে নোটিশ জারি করে আদালত। আজ এই মামলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির হন কেজরিওয়াল। কেজরিওয়ালের আইনজীবী ইডি সমন অগ্রাহ্য সংক্রান্ত মামলায় কেজরিওয়ালের আদালতে শারীরিক উপস্থিতি থেকে অব্যাহতি চান। যার ভিত্তিতে আদালত তাঁকে শনিবারের জন্য অব্যাহতি দেয়। কেজরিওয়ালের পক্ষে আদালতে হাজির হন সিনিয়র আইনজীবী রমেশ গুপ্তা। বিধানসভার অধিবেশনে ব্যস্ততার কারণে মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন তিনি। তিনি আদালতকে জানান, বিধানসভা ও বাজেট অধিবেশনে, আস্থা ভোটের উপর আলোচনার কারণে তিনি আজ আদালতে শারীরিকভাবে উপস্থিত থাকতে পারেননি। পরবর্তী শুনানি ১৬ মার্চ, ওই দিনই তিনি আদালতে হাজির হবেন…"।
আরও পড়ুন : < Premium: হাড়হিম লড়াইকে কুর্নিশ, বাবার স্বপ্নপূরণে প্রাণপাত কিশোরের, চোখে জল আনবে এই কাহিনী >
কেজরিওয়ালের কাছে ইডির ষষ্ঠ সমন
এদিকে, আবগারি নীতি সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ষষ্ঠ সমন জারি করেছে। বুধবার সরকারি সূত্র জানিয়েছে যে কেজরিওয়ালকে ১৯ ফেব্রুয়ারি ইডি দফতরে হাজির হতে বলা হয়েছে। আদলতে ইডি দাবি করেছে যে কেজরিওয়াল ইচ্ছাকৃতভাবে প্রতিটি সমন এড়িয়ে গিয়েছেন। এর আগে তাকে এ বছরের ৩ জানুয়ারি, ১৮ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি এবং ২০২৩ সালে ২ নভেম্বর ও ২১ ডিসেম্বর ডাকা হয়েছিল। মুখ্যমন্ত্রী বরাবরই এই নোটিশগুলিকে ‘বেআইনি’ বলে অভিহিত করেছেন।