দিল্লির কথিত মদ কেলেঙ্কারিতে ইডি দফতরে হাজিরা এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পরিবর্তে তিনি ভোটমুখী রাজ্য মধ্যেপ্রদেশে এক রোড’শো-য় অংশ নেবেন। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠি দিয়ে বলেছেন যে 'বিজেপির নির্দেশে' তাকে ভোটের আগে প্রচারপর্ব থেকে বিরত রাখতে সমন পাঠানো হয়েছিল।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সামনে দিল্লির কথিত মদ কেলেঙ্কারি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হবেন না এবং পরিবর্তে তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর সঙ্গে একটি রোডশোতে অংশ নিতে মধ্যপ্রদেশে যাবেন। দিল্লির কথিত মদ কেলেঙ্কারির অভিযোগে ইডি কেজরিওয়ালকে তলব করে। অরবিন্দ কেজরিওয়ালের আগে আপ সাংসদ সঞ্জয় সিং এবং দিল্লি সরকারের মন্ত্রী মণীশ সিসোদিয়াকেও এই মামলায় গ্রেফতার করা হয়েছে। এখন এই বিষয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করতে সমন পাঠিয়েছে ইডি।
ইডির সমন প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মদ কেলেঙ্কারি মামলায় তাঁকে পাঠানো সমন অবৈধ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। বিজেপির ‘অনুরোধেই’ সমন পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন কেজরিওয়াল। আপ সুপ্রিমো বলেছেন যে চারটি রাজ্যে আসন্ন নির্বাচনী প্রচার আটকানোর জন্যই তাকে ইডি নোটিশ পাঠিয়েছে অডি। তদন্তকারী সংস্থাকে অবিলম্বে নোটিশটি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন কেজরিওয়াল।