ইডি অভিযানে 'ক্ষুব্ধ' মুখ্যমন্ত্রী, আদানি ইস্যুতে বিজেপিকে দিলেন কড়া হুশিয়ারি ! ছত্তিশগড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অভিযান নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। মুখ্যমন্ত্রী এদিনের অভিযান প্রসঙ্গে বলেন, 'ভারত জোড়ো যাত্রা'র সাফল্য এবং আদানির সত্য প্রকাশে বিজেপি হতাশ। আদানি ইস্যু থেকে মনযোগ ঘোরাতেই বিজেপি এই ধরণের অভিযান চালাচ্ছে ' বিজেপি সস্তার রাজনীতি করছে। দেশের মানুষ সত্যিটা জানে। এভাবে ভয় দেখিয়ে আমাদের থামানো যাবে না"।
ভূপেশ বাঘেল আরও বলেছেন যে আজ ইডি ছত্তিশগড় প্রদেশ কংগ্রেস কমিটির কোষাধ্যক্ষ, দলের প্রাক্তন সহ-সভাপতি এবং একজন বিধায়ক সহ দলের অনেক সহকর্মীর বাড়িতে অভিযান চালিয়েছে। চারদিন পর রায়পুরে কংগ্রেসের সাধারণ সম্মেলন। এভাবে সেই সম্মেলন ভেস্তে দিতে পারবে না বিজেপি।
ছত্তিশগড়ের ১৪টি জায়গায় ইডির অভিযান
সোমবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অবৈধ খনি-কাণ্ডের তদন্তে ছত্তিশগড়ের ১৪টি স্থানে হানা দেয়। সূত্রের খবর মুখ্যমন্ত্রী বাঘেলের সহযোগীদের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সোমবার সকালে ঝাড়খণ্ডে অবৈধ খনি-কাণ্ডের তদন্তে ছত্তিশগড়ের ১৪টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে।
বেশ কিছু হেভিওয়েট বিধায়ক ও আধিকারিকদের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে বলেই সূত্রের খবর। অভিযান চালানো হয়েছে ছত্তিশগড় প্রদেশ কংগ্রেস কমিটির কোষাধ্যক্ষ, দলের প্রাক্তন সহ-সভাপতি এবং একজন বিধায়ক সহ দলের একাধিক নেতা কর্মীর বাড়িতে। তল্লাশির মধ্যে রাম গোপাল আগরওয়াল, গিরিশ দেওয়ানগান, আরপি সিং, বিনোদ তিওয়ারি, সানি আগরওয়ালের মতো কংগ্রেস নেতাদের বাড়ি ও অফিসে তল্লাশি চালায় ইডি।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ক্রমাগত কেন্দ্রের বিরুদ্ধে ইডি-সিবিআইকে দিয়ে ভয় দেখানোর অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রী বাঘেল কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতিবিদ এবং অফিসারদের ভয় দেখানোর জন্য ইডি ব্যবহার করার অভিযোগ করেছিলেন।এর আগে ২০২২ সালে, ১১ অক্টোবর, ইডি রাজ্যের বেশ কয়েকটি জায়গায় সরকারি আধিকারিক ও বিধায়কদের বাড়িতে অভিযান চালায়।
১৩ অক্টোবর, ইডি আইএএস সমীর বিষ্ণোই, কয়লা ব্যবসায়ী সুনীল আগরওয়াল এবং লক্ষ্মীকান্ত তিওয়ারিকে গ্রেফতার করে। সূর্যকান্ত তিওয়ারি ২৯ অক্টোবর আত্মসমর্পণ করেন, যাকে দশ দিনের জিজ্ঞাসাবাদের পর জেল হেফাজতে পাঠানো হয়। ২রা ডিসেম্বর মুখ্যমন্ত্রীর সচিবালয়ের উপসচিব সৌম্য চৌরাসিয়াকে গ্রেফতার করা হয়।