মণিপুর ইস্যুতে লোকসভায় বিরোধীদের হট্টগোল আজও অব্যাহত। এর মাঝেই 'ইন্ডিয়া' জোটের সাংসদরা খাড়গের অফিসে এক বৈঠকে মিলিত হয়েছেন। বিরোধীরা লাগাতার মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়ে আসছেন। এবার কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল রাজস্থানে মহিলাদের উপর অত্যাচার নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছেন।
লোকসভা এবং রাজ্যসভা উভয়ই শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত মুলতবি করা হয়। বিরোধী দলগুলি মণিপুর পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবিতে আজও অনড় রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এর মাঝেই রাজস্থানে মহিলাদের বিরুদ্ধে নৃশংসতা নিয়ে রাজ্যসভায় বিধি ১৭৬-এর অধীনে আলোচনার দাবি করেছিলেন, ট্রেজারি বেঞ্চেও তাতে সমর্থন জানিয়েছেন।
"দিল্লি পরিষেবা বিল সাংবিধানিক নীতির বিরুদ্ধে, এটি দেশের ফেডারেল কাঠামোকে ধ্বংস করবে। তাই, বিরোধী দলগুলি এর বিরোধিতা করছে," দিল্লি পরিষেবা বিল নিয়ে সিপিআই(এম) সাংসদ এলামারাম করিম বলেছেন৷ কংগ্রেস সাংসদ গৌরব গগৈ মণিপুরে নতুন হিংসার বিষয়ে কথা বলেছেন, তিনি বলেছেন, "কেন্দ্র ও রাজ্য সরকার মণিপুরকে গুরুত্ব দিচ্ছে না। তাই সেখানে নিরাপত্তা বাহিনী দিশাহীন।"
BRS সাংসদরা মণিপুর ইস্যুতে সংসদ চত্বরে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ করেছেন এবং দিল্লি পরিষেবা বিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন। মণিপুর ইস্যুতে লোকসভায় হট্টগোল আজও অব্যাহত। শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী দিল্লি পরিষেবা বিল প্রসঙ্গে বলেন, "একটি নির্বাচিত সরকারকে দিল্লি পরিষেবা বিলের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হচ্ছে। দিল্লির জনগণের সঙ্গে অবিচার করা হচ্ছে"।