Advertisment

'১৫ কোটিই যথেষ্ট', ধামাচাপা দিতে বহুত্ববাদের পক্ষে সওয়াল এআইএমআইএম নেতার

একটি ভাইরাল ভিডিও ঘিরে ফের অস্বস্তিতে ওয়েইসির দল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি ও ওয়ারিস পাঠান।

সিএএ বিরোধী আন্দোলনের মঞ্চে আসাদউদ্দিন ওয়েইসির সামনে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান উঠেছিল। যা ঘিরে বিতর্ক তুঙ্গে। এবার গত মঙ্গলবারের একটি ভাইরাল ভিডিও ঘিরে ফের অস্বস্তিততে এআইএমআইএম। গুলবার্গে সিএএ বিরোধী আন্দোলনে বিতর্কিত বক্তব্য পেশ করেন এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠান। তিনি বলেছিলেন, '১০০ কোটি হিন্দুকে দমিয়ে রাখতে ১৫ কোটি মুসলমানই যথেষ্ট।' তাঁর সেই বক্তব্যই ভাইরাল হয়ে যায়। আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়। বিতর্ক ধামাচাপা দিতে 'বিভাজনের রাজনীতি সমর্থন করি না' বলে বিবৃতি দেন সংখ্যালঘু নেতা ওয়ারিস পাঠান।

Advertisment

ঘটনা গত মঙ্গলবারের। সিএএ বিরোধী কর্নাটকের গুলবার্গ ব়্যালিতে বক্তব্য রাখছিলেন ওয়ারিস পাঠান। সেই সময়ই তিনি বলেন, 'আমাদের স্বাধীনতা অর্ঝন করতে হবে। আর যা চেয়ে পাওয়া যায় না তা ছিনিয়ে নিতে হয়। ওরা (বিজেপি) বলছে মেয়েদের সামনে রেখে সিএএ বিরোধী আন্দোলন হচ্ছে। বাঘিনীরা সামনে এসেছে, তাতেই ঘাম ঝরছে। ভেবে দেখুন আমরা সবাই ঝাঁপিয়ে পড়লে আপনাদের কী অবস্থা হবে? হতে পারি আমরা ১৫ কোটি, কিন্তু এই ১৫ কোটিই ১০০ কোটিকে দমিয়ে রাখতে সক্ষম।'

ওয়ারিসের এই বক্তব্য ঘিরেই বিতর্ক দানা বাঁধে। কর্নাটকের রাজ্য বিজেপির তরফে টুইটারে লেখা হয়, 'শিশু ও মহিলাদের পিছনে লুকিয়ে কিংবদন্তিরা স্বাধীনতার দাবি জানাচ্ছেন। আর কী ধরনের স্বাধীনতা তাদের চাই? ১৯৪৭ থেকেই কী তারা সব ধরনের স্বাধীনতা ভোগ করছে না? এআইএমআইএম ঔরঙ্গজেবের ভাবনা থেকে বেরিয়ে আসুক। নতুন ভারতে এইসব হুমকি কাজ করবে না।'

আরও পড়ুন: সিএএ বিরোধী মঞ্চে ওয়াইসির সামনেই ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান ঘিরে চাঞ্চল্য

এরপরই বিতর্ক ধাপাচাপা দিতে বিবৃতি জারি করেন ওয়েইসির দলের নেতা ওয়ারিস পাঠান। তিনি জানান, 'কোনও ধর্ম, সম্প্রদায়ের মানুষকে আঘাত করার জন্য চেতনে বা অবচেতনে আমি কোনও কথা বলিনি। বিভাজনের রাজনীতি আমি বা আমার দল সমর্থন করে না। জয় হিন্দ।' একই সঙ্গে তিনি জানান, 'আমি গর্বিত ভারতীয় এবং এই দেশের বহুত্ববাদকে সম্মান করি। এই দেশের সংবিধানে বিশ্বাসী মানুষ সিএএ-এনআরসি এবং এনপিএ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করলেও তাতে কেন্দ্রীয় সরকার কর্ণপাত করছে না। তাই অন্যন্য দেশবাসীর মত আমিও অসন্তুষ্ট।'

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp caa
Advertisment