পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ছুটে এসেছিলেন আসাউদ্দিন ওয়াইসি। বিজেপির বিরুদ্ধে জোট গড়ার আহ্বান জানিয়েছিলেন। এআইএমআইএম (মিম) প্রধান বৈঠকও করেছিলেন একাধিক নেতার সঙ্গে। সেই একই ছবি এবার দেখল উত্তরপ্রদেশ। আগামী বৃহস্পতিবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম দফা। তার আগে শনিবার নির্বাচনী প্রচারসভা থেকে সমাজবাদী পার্টিকে জোটের আহবান জানালেন মিম প্রধান। ওয়াইসির দাবি, তাঁর সঙ্গে হাত মেলালে সমাজবাদী পার্টির উপকারই হবে।
সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা হিসেবে ওয়াইসির দলের ভোটব্যাংক মুসলিম সম্প্রদায়ের একাংশ। কিন্তু, সেই ভোটব্যাংক সমাজবাদী পার্টির জন্য একচেটিয়াভাবে ভোগ করতে পারছে না ওয়াইসির দল। তাই বলে থেমে থাকতে নারাজ মিম প্রধান। বিধানসভা নির্বাচনের প্রথম দফাকে মাথায় রেখে তিনি লাগাতার প্রচার চালাচ্ছেন। তার মধ্যে বৃহস্পতিবার গুলিবিদ্ধ হয়েছে তাঁর গাড়ি।
সেই গুলি-কাণ্ডের পর শনিবারই প্রথম জনসভা করলেন আসাউদ্দিন। দলীয় প্রার্থী আনিসের হয়ে বাগপত এলাকার চাপরাউলির আসারা গ্রামে তিনি জনসভা করেন। সেখানে অবশ্য ওয়াইসি স্পষ্ট করে দেন, বিজেপিকে হারানোই তাঁর শেষ লক্ষ্য নয়। বরং দলীয় প্রার্থীদের জিতিয়ে আনাকে এই বিধানসভা নির্বাচনে তিনি পাখির চোখ করেছেন। সভায় ওয়াইসি বলেন, 'আমি আমার ভাইদের কাছে শুধু বিজেপি প্রার্থীকে হারানোই না। আমাদের লোকেদের জেতানোরও আবেদন করব।'
আরও পড়ুন- তুঙ্গে হিজাব তরজা, এবার বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও
ওয়াইসির এই মন্তব্যের ব্যাপারে রীতিমতো সতর্ক সমাজবাদী পার্টি। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের চেয়েও ক্ষমতা দখলই ওয়াইসির লক্ষ্য। অতীতে বারবার এমন অভিযোগ করেছে সমাজবাদী পার্টি। অন্যদিকে, মিম প্রধানও অতীতে বারবার বিজেপি এবং সমাজবাদী পার্টিকে এক আসনে বসিয়ে সমালোচনা করেছেন।
শনিবারও মিম প্রধানের গলার সুর সমাজবাদী পার্টিকে আহ্বানের বদলে হুঁশিয়ারি দেওয়ার মতোই শুনিয়েছে। ওয়াইসি সমাজবাদী পার্টির শীর্ষ নেতাদের উদ্দেশ্যে বলেন, 'অ্যাইসা করনে মে হি ভালাই হ্যায়। অব অগর বইঠ গ্যয়ে তো হামেশা কে লিয়ে ঘর বইঠ জায়েঙ্গে।' কখনও আবার তিনি সমাজবাদী পার্টির বিক্ষুব্ধ নেতাদের নিজের দলে আহ্বান জানিয়েছেন। যার জেরে ওয়াইসির উদ্দেশ্য নিয়ে রীতিমতো সন্দিহান সপা নেতৃত্ব। তাঁরা ওয়াইসির মন্তব্যের পালটা কোনও মন্তব্য করতে চাননি।
Read story in English