Advertisment

মেট্রো চ্যানেলে ধর্নায় অশোক ভট্টাচার্য

এদিন দুপুর ১২টা নাগাদ মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন বাম বিধায়ক। ধর্না চলবে বিকেল ৪টে পর্যন্ত। শিলিগুড়ি পুরসভায় রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে এদিনের ধর্না কর্মসূচি বলে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য।

author-image
IE Bangla Web Desk
New Update
ashok bhattacharya, অশোক ভট্টাচার্য

শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

কলকাতার মেট্রো চ্যানেলে ধর্নায় বসলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। এদিন দুপুর ১২টা নাগাদ মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন বাম বিধায়ক। ধর্না চলবে বিকেল ৪টে পর্যন্ত। শিলিগুড়ি পুরসভায় রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে এদিনের ধর্না কর্মসূচি বলে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য।

Advertisment

এদিন ধর্না শেষে বিকেল সাড়ে ৪টেয় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন শিলিগুড়ির মেয়র। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর বিকেল সাড়ে ৫টা নাগাদ রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করার কথা তাঁর।

আরও পড়ুন, ফের ধর্না মেট্রো চ্যানেলে, মমতার বিরুদ্ধে ময়দানে অশোক ভট্টাচার্য

কী কারণে ধর্নায় বসলেন বাম বিধায়ক? জবাবে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে অশোক ভট্টাচার্য জানান, ‘‘প্রায় সমস্ত প্রকল্প মিলিয়ে ১৪০০ কোটি টাকা প্রাপ্য রয়েছে শিলিগুড়ি পুরসভার। সেই টাকা না মেলায় বিভিন্ন প্রকল্প রূপায়িত করা যাচ্ছে না। তাই ধর্নায় বসে প্রতিবাদ জানাচ্ছি।’’

এ প্রসঙ্গে অশোকবাবু আরও জানান, ‘‘রাজনৈতিক কারণে শিলিগুড়ি পুরসভাকে বঞ্চিত করা হচ্ছে। আশপাশে মিরিক-সহ যেসব ছোটো পুরসভা রয়েছে, সেখানে যা বরাদ্দ, তার থেকেও কম বরাদ্দ আমাদের। যেখানে ৫০ কোটি টাকা বরাদ্দের দরকার, সেখানে দেওয়া হচ্ছে ৫০ লক্ষ টাকা। শিলিগুড়ির উন্নয়ন স্তব্ধ করে রাখা হচ্ছে।’’

আরও পড়ুন, মমতার ধর্নায় জাতীয় রাজনীতির উত্থান

অন্যদিকে, তৃণমূলকে নিশানা করে শিলিগুড়ির মেয়র বলেন, ‘‘এখানকার কাউন্সিলরদের ভয় দেখিয়ে দলে টানতে পারছে না শাসকদল। সে কারণেই আমাদের প্রকল্পে বরাদ্দের টাকা দেওয়া হচ্ছে না।’’

kolkata news
Advertisment