Former Maharashtra CM Ashok Chavan: দেশের বিভিন্ন রাজ্যে ধুঁকতে থাকা কংগ্রেসের কফিনে আরেকটা পেরেক পুঁতে দিল বিজেপি। দেশজুড়ে দলের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধীর 'ন্যায় যাত্রা'র মধ্যেই মহারাষ্ট্র কংগ্রেস ফের ভাঙনের মুখে পড়েছে। রাজ্যে দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বান দল ছেড়েছেন। তার একদিন বাদেই যোগ দিলেন বিজেপিতে।
শুধু এতেই ক্ষান্ত হয়নি মহারাষ্ট্রে কংগ্রেসের বিপর্যয। চহ্বানের সঙ্গে তাঁর কয়েকজন অনুগামীও দল ছেড়েছেন। যাঁদের মধ্যে একাধিক বিধায়কও আছেন। তাঁরাও চহ্বানের পাশে থেকেই যোগ দিয়েছেন বিজেপিতে। চহ্বানকে বিজেপি রাজ্যসভায় পাঠাতে পারে বলে সূত্রের খবর। তাঁর দলত্যাগ প্রসঙ্গে চহ্বান মঙ্গলবার রাজ্য বিজেপি দফতরে সাংবাদিকদের মুখোমুখি হন।
চহ্বান বলেন, 'আমি একেবারে নতুনভাবে শুরু করলাম। কংগ্রেসে ৩৮ বছরের রাজনৈতিক জীবন কাটিয়ে আমি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি উন্নয়নের এজেন্ডাকে মাথায় রেখেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এই নতুন ইনিংস শুরু করার সিদ্দান্ত নিলাম।' একইসঙ্গে চহ্বান জানিয়েছেন, তিনি মহারাষ্ট্রের রাজনীতি আর অর্থনীতিতে বিশেষ অবদান রাখতে চান। সেই জন্য আন্তরিক প্রচেষ্টা চালাবেন। পশ্চিমের রাজ্যটির প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায়, 'আমি যখন কংগ্রেসে ছিলাম, তখনও প্রতিদ্বন্দ্বী দল আর নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতাম। এটাই মহারাষ্ট্রের সংস্কৃতি। এটাই মহারাষ্ট্রের ঐতিহ্য।'
অশোক চহ্বান শুধু কংগ্রেসের হয়ে মুখ্যমন্ত্রী পদে থেকে মহারাষ্ট্র শাসন করেছেন, তা-ই নয়। তিনি বংশ পরস্পরায় কংগ্রেসের ঘরের ছেলে। প্রায় ৪০ বছর আগে অশোক চহ্বান কংগ্রেসের টিকিটে প্রথমবার নির্বাচনে জয়ী হয়েছিলেন। কংগ্রেসের কেন্দ্রীয় নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শংকররাও বলবন্তরাও চহ্বানের ছেলে তিনি। ফলে তাঁর দলত্যাগ যে মহারাষ্ট্র কংগ্রেসের ওপর একটা বড় ধাক্কা, সেকথা বলার আর অপেক্ষা রাখে না।
কংগ্রেসের একাংশের অবশ্য দাবি, অশোক চহ্বানের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা নতুন কিছু না। পাঁচ বছর আগে থেকেই অশোক চহ্বান আর বিজেপির মধ্যে যোগাযোগ রাখার প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই যোগাযোগই বর্তমানে দলবদলের চেহারা নিল। বিজেপি মহারাষ্ট্রে ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই কৌশলগত রাজনীতি শুরু করেছে।
আরও পড়ুন- লোকসভার আগেই বিরাট বিপর্যয় কংগ্রেসের, দল ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবার বিজেপিতে?
ইতিমধ্যেই মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনাকে বিজেপি ভেঙে দিয়েছে। সেই ভেঙে যাওয়া অংশের নেতা একনাথ শিণ্ডেই বর্তমানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। শুধুমাত্র মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীই নন। তাঁর নেতৃত্বাধীন গোষ্ঠীই ইতিমধ্যে প্রকৃত শিবসেনার স্বীকৃতিও পেয়েছে। শুধু শিবসেনা দলকে ভাঙাই নয়। মহারাষ্ট্রের অন্যতম বিরোধী দল শরদ পাওয়ারের এনসিপিও ভেঙে দিয়েছে বিজেপি। সেই ভেঙে যাওয়া এনসিপির প্রধান অজিত পাওয়ার বর্তমানে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। আর, অজিত পাওয়ারের নেতৃত্বে থাকা শিবসেনাকেই আসল শিবসেনার স্বীকৃতি দিয়েছে নির্বাচন কমিশন। এবার, বাকি ছিল শুধু কংগ্রেস। অশোক চহ্বানকে ভাঙিয়ে এনে এবার সেই কংগ্রেসকেও রীতিমতো ঝটকা দিল গেরুয়া শিবির।