Advertisment

Maharashtra Congress: লোকসভার আগেই বিরাট বিপর্যয় কংগ্রেসের, দল ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবার বিজেপিতে?

কংগ্রেস ছাড়লেন কেন?

author-image
IE Bangla Web Desk
New Update
ashok chavan,Maharashtra, Ashok Chavan resigns, Ashok Chavan resigns news, Ashok Chavan news

সূত্রের খবর, মহারাষ্ট্র কংগ্রেস সভাপতি নানা পাটোলের ওপর ক্ষুব্ধ অশোক চৌহান।

লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা কংগ্রেসের। দল ছেড়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান। বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। সূত্রের খবর কংগ্রেস ছাড়ার পর শিণ্ডে শিবিরেই যোগ দিতে পারেন তিনি। বিজেপিতে যোগ দিতে পারেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান। এমনই জল্পনার মাঝেই আজই দল ছেড়েছেন তিনি। ইতিমধ্যেই বিধায়ক পদ থেকেও দিয়েছেন ইস্তফা।

Advertisment

অশোক চৌহানের সঙ্গে ২ থেকে ৪ জন কংগ্রেস বিধায়কও দল ছেড়েছেন বলেই খবর। তারাও বিজেপিতে দিতে পারেন বলেই সম্ভাবনা। জানা গিয়েছে মহারাষ্ট্র থেকে অশোক চৌহানকে রাজ্যসভায় পাঠাতে পারে বিজেপি। অশোক চৌহানের পদত্যাগের আগে মিলিন্দ দেওরা এবং বাবা সিদ্দিকী কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন। সিদ্দিকী যোগ দিয়েছেন অজিত পাওয়ার গোষ্ঠীর এনসিপিতে। শিবসেনায় যোগ দিয়েছেন দেওরা শিন্ডে।

ashok chavan,Maharashtra, Ashok Chavan resigns, Ashok Chavan resigns news, Ashok Chavan news
অশোক চৌহান

কংগ্রেস ছাড়লেন কেন?

সূত্রের খবর, মহারাষ্ট্র কংগ্রেস সভাপতি নানা পাটোলের ওপর ক্ষুব্ধ ছিলেন অশোক চৌহান। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন অশোক চৌহান। তাঁর বাবা শঙ্কররাও চৌহান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন। পাশাপাশি তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত মহারাষ্ট্র কংগ্রেসের সভাপতি ছিলেন। তিনি ১৯৮৭ সালে প্রথমবার লোকসভার সাংসদ হিসাবে নির্বাচিত হন। এরপর ১৯৯৯ থেকে ২০১৪ পর্যন্ত তিনবার বিধায়ক হন তিনি। ২০১৪ সালে দ্বিতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হন অশোক চৌহান।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার বিকেলে মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নার্ভেকরের সঙ্গে দেখা করেন অশোক চৌহান। এই সময়, দুই নেতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়। যার পরে তিনি কংগ্রেসের সদস্যপদ থেকে ইস্তফা দেন।

কংগ্রেস থেকে তার পদত্যাগ সম্পর্কে তথ্য প্রদান করে, অশোক চৌহান একটি বিবৃতি জারি করে বলেছেন, 'আমি ১২/০২/২০২৪ তারিখ বিকাল থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগপত্র জমা দিচ্ছি।'

অশোক চৌহান নান্দেডের কংগ্রেস বিধায়ক। তিনি গত কয়েকদিন ধরে দলের প্রতি ক্ষুব্ধ ছিলেন বলেই জানা গেছে এবং তিনি বিজেপিতে যোগ দিতে পারেন জানা গিয়েছে।

সাম্প্রতিক সময়ে এটি মহারাষ্ট্রে কংগ্রেসের জন্য এটি দ্বিতীয় বড় ধাক্কা। চৌহানের আগে, প্রাক্তন প্রতিমন্ত্রী বাবা সিদ্দিকীও কংগ্রেসের সাথে তার ৪৮ বছরের সম্পর্ক শেষ করেন। শনিবার তিনি কংগ্রেস ছেড়ে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপিতে যোগ দেন। মহারাষ্ট্র কংগ্রেসের সংকটের মধ্যে বর্তমান সভাপতি নানা পাটোলে দিল্লি গিয়েছেন বলেই খবর।

চভান কংগ্রেস ছাড়ার পর এই কথা বলেন ফড়নবিশ

অশোক চৌহান কংগ্রেস ছেড়ে যাওয়ার বিষয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, ' বিভিন্ন দলের অনেক বড় নেতা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে চান। বিশেষ করে কংগ্রেসের অনেক নেতাই আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। কারণ কংগ্রেস দলের শীর্ষ নেতাদের সঙ্গে যে ধরনের আচরণ করেন তাতে তাঁদের দমবন্ধ হয়ে আসছে। কংগ্রেসের নেতারা মনে করেন আমাদের সঙ্গে যোগ দিয়ে দেশের উন্নয়নের লক্ষ্যে তাদের কাজ করা উচিত'।

CONGRESS Maharastra
Advertisment