মনোজের পাল্টা দিন্দা! তৃণমূল-বিজেপির 'খেলা' এবার ক্রিকেট ময়দানে

দুপুরে তৃণমূলে যোগ দিয়েছেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। আর তার কয়েক ঘন্টা যেতে না যেতেই সন্ধ্যায় বিজেপিতে নাম লেখালেন জাতীয় তথা বাংলা ক্রিকেট দলে মনোজেরই সতীর্থ অশোক দিন্দা।

দুপুরে তৃণমূলে যোগ দিয়েছেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। আর তার কয়েক ঘন্টা যেতে না যেতেই সন্ধ্যায় বিজেপিতে নাম লেখালেন জাতীয় তথা বাংলা ক্রিকেট দলে মনোজেরই সতীর্থ অশোক দিন্দা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দুপুরে তৃণমূলে যোগ দিয়েছেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। আর তার কয়েক ঘন্টা যেতে না যেতেই সন্ধ্যায় বিজেপিতে নাম লেখালেন জাতীয় তথা বাংলা ক্রিকেট দলে মনোজেরই সতীর্থ অশোক দিন্দা। বুধবার মধ্য কলকাতার লেবুতলার সভায় শুভেন্দু অধিকারির থেকে পদ্ম পতাকা হাতে তুলে নেন অশোক দিন্দা। এছাড়াও মঞ্চে ছিলেন, বাবুল সুপ্রিয়ো, সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়রা।

Advertisment

মেদিনীপুরে বিজেপির কাণ্ডারি অধিকারী পরিবারের মেজ ছেলে শুভেন্দু। জাতীয় তথা বাংলা ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার অশোকেরও বাড়ি মেদিনীপুরেই। সেই সূত্রেই দু'জনের আলাপ। জানা গিয়েছে, সেই সখ্যতার উপর ভর করেই এদিন গেরুয়া দলে এলেন
দিন্দা।

তৃণমূল হোক বা বিজেপি, খেলার জগৎ হোক বা রূপোলি পর্দা- বিগত কয়েক সপ্তাহে তারকারা রাজনীতির ময়দানে নাম লেখাচ্ছেন। মনোজ তিওয়ারি ছাড়াও বুধবার হুগলির সভায় এক ঝাঁক টলিউডের তারকা তৃণমূলে নাম লিখিয়েছে। আর বিজেপিতে যোগ দিলেন অশোক দিন্দা।

বিজেপি সূত্রে খবর, দিন্দা মেদিনীপুরের কোনও বিধানসভা থেকে আসন্ন নির্বাচনে প্রার্থী হতে পারেন।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp