রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের একটি দাবি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছেন। গেহলট একটি বিবৃতিতে বলেছিলেন যে 'আমার সরকার ২০২০ সালের রাজনৈতিক সংকট থেকে রক্ষা পেয়েছিল কারণ বসুন্ধরা রাজে এবং কৈলাশ মেঘওয়াল এই ষড়যন্ত্রকে সমর্থন করেননি'। তবে অশোক গেহলটের এই দাবির পাল্টা জবাব দিয়েছেন প্রবীণ বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে।
তিনি বলেন, 'গেহলট নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে মিথ্যা বলছেন'। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রীর তরফে আমার প্রশংসা করা আমার বিরুদ্ধে তাঁর বড় ষড়যন্ত্র। গেহলট আমাকে যতটা অপমান করেছেন, ততটা অপমান আমাকে কেউ করতে পারবে না। ২০২৩ সালের নির্বাচনে ঐতিহাসিক পরাজয় এড়াতে তিনি এক গল্প তৈরি করছেন। কোন ভাবেই তার এই চক্রান্ত সফল হবে না'।
এর আগে, রবিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট শচীন পাইলট শিবিরকে তীব্র আক্রমণ করেন। তিনি আবারও দলের নেতাদের একাংশের বিরুদ্ধে অভিযোগ করেছেন 'বিধায়করা তার সরকারের বিরুদ্ধে ২০২০ সালের বিদ্রোহের নামে বিজেপি সরকারের থেকে কোটি কোটি টাকা নিয়েছিলেন'। অশোক গেহলট পাইলট শিবিরের বিধায়কদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টাকা ফেরত দেওয়ার পরামর্শ দিয়েছেন। ধোলপুরের কাছে সমাবেশে ভাষণ দেওয়ার সময়, গেহলট পাইলট শিবিরের বিধায়কদের সরকার পতনের জন্য বিজেপির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ করে একটি রাজনৈতিক বিতর্ক তৈরি করেন।
গেহলট বলেন, তৃতীয়বার আমাকে মুখ্যমন্ত্রী করা হল। পুরোনো কথা ভুলে সবাইকে সাথে নিয়ে চলা আমার কর্তব্য। কোন কাজে কোন খামতি রাখিনি। সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে চাই। সেই ছোটবেলা থেকেই আমার সংকল্প শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের মানুষের সেবা করতে চাই। এদিকে, তিনি বলেছিলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, বিজেপি বিধায়ক কৈলাশ মেঘওয়াল এবং বিজেপি বিধায়ক শোভরানী কুশওয়াহার সমর্থনের কারণে তার সরকার ২০২০ সালে টিকে থাকতে পেরেছিল।
অশোক গেহলট বলেছিলেন যে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া, শোভা রানি এবং কৈলাশ মেঘওয়াল জানতেন যে তাদের দলের লোকেরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি আরও বলেন, 'বসুন্ধরা রাজে সিন্ধিয়া এবং কৈলাশ মেঘওয়াল সেই সময় গেহলটকে বলেছিলেন যে অর্থের ভিত্তিতে নির্বাচিত সরকারকে পতন করা আমাদের ঐতিহ্য নয়'। যারা সরকারের পতন করতে ষড়যন্ত্র করছে বসুন্ধরা রাজে সিন্ধিয়া এবং কৈলাশ মেঘওয়াল তাদের সমর্থন করেনি যার কারণে আমাদের সরকার টিকে আছে'।
বসুন্ধরা রাজে গেহলটের দাবি প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন যে এই বছরের শেষের দিকে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে পরাজয়ের ভয়ে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। তিনি বলেন, 'গেহলট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিযুক্ত করেছেন, যার সততা এবং সত্যতা সর্বজনবিদিত। রাজে আরও বলেন, 'ঘুষ নেওয়া এবং দেওয়া উভয়ই অপরাধ, যদি তাঁর বিধায়করা টাকা নিয়ে থাকেন তবে গেহলটের এফআইআর করা উচিত'।
গেহলটের বিরুদ্ধে তৎকালীন উপ-মুখ্যমন্ত্রী শচীন পাইলট এবং দলের ১৮ জন কংগ্রেস বিধায়ক ২০২০ সালের জুলাই মাসে তাঁর নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। দলীয় হাইকমান্ডের হস্তক্ষেপে এক মাস ধরে চলা বিক্ষোভের অবসান হয়। এর পর উপমুখ্যমন্ত্রী ও রাজ্য কংগ্রেস সভাপতির পদ থেকে পাইলটকে সরিয়ে দেওয়া হয়।