ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট-এর অধীনে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব গেহলটকে তলব করেছে ইডি। এরপরই ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি সাফ জানিয়ে দিয়েছেন ‘এজেন্সি দিয়ে উন্নয়নকে আটকাতে চাইছে বিজেপি’। এদিকে ছেলে বৈভব গেহলট সমনের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘ইডি টার্গেট করতে চেয়েছিল বাবাকে’। বৈভব গেহলট “সমনের ‘সময়’ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, সামনেই নির্বাচন। আর তার আগে বাবাকে এজেন্সি দিয়ে আটকাতে চায় বিজেপি”। পাশাপাশি এজেন্সিগুলিকে রাজনৈতিক ভাবে ব্যবহার করার দাবিও সামনে এসেছে। এর পিছনে বৃহত্তর ষড়যন্ত্র-এর গন্ধ দেখছেন বৈভব।
সামনেই রাজস্থান নির্বাচন। তার আগেই পেপার ফাঁস কেলেঙ্কারির তদন্তে রাজ্য কংগ্রেসের সভাপতির বাড়িতে তল্লাশি অভিযান ইডির। এদিন সকালেই রাজস্থান প্রদেশ কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং দোতাসারার জয়পুর ও সিকারের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। পাশাপাশি দৌসার মহুয়া থেকে কংগ্রেস প্রার্থী ও বর্তমান বিধায়ক ওমপ্রকাশ হুডলার বাড়িতেও অভিযান চালায় তদন্তকারী সংস্থা।
‘ক্ষমতায় এলে লাল ডায়েরির রহস্য ফাঁস হবে’, মরুরাজ্যে প্রচারে ঝড় তুলে এই বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। ভোটের আগে বিজেপি পাখির চোখ করেছে রাজস্থানকে। রাজস্থান সরকারের দুর্নীতি নিয়ে গেহলট সরকারকে নিশানা করেন প্রধানমন্ত্রী মোদী। উঠে আসে লাল ডায়েরির প্রসঙ্গ। রাজস্থানে নারী নির্যাতন বৃদ্ধি নিয়ে সেই সময় অশোক গেহলট সরকারের বিরু্দ্ধে সরব হয়েছিলেন মন্ত্রিসভার সদস্য রাজেন্দ্র সিং গুঢা। এর জেরে তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন মুখ্যমন্ত্রী গেহলট। এরপরেই মরুরাজ্যে বিধানসভা অধিবেশন চলাকালীন একটি লাল ডায়েরি নিয়ে হাজির হয়েছিলেন গুঢা। এতেই রয়েছে দুর্নীতির বিশদ বিবরণ বলেও দাবি করেন তিনি। এদিকে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে আজ সকালেই রাজস্থানের রাজনীতিতে রীতিমত তোলপাড় পড়ে গিয়েছে।
কর্মকর্তারা গোবিন্দ সিং দোতাসারা এবং তার আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করছেন বলেই জানা গিয়েছে। ইডির একটি দল সিকারে গোবিন্দ দোতাসারার ব্যক্তিগত বাসভবনেও পৌঁছেছেন। তথ্য অনুযায়ী, গোবিন্দ সিং দোতাসার ও তাঁর আত্মীয়দের বাড়িতেও পৌঁছেছে ইডির দল। আরপিএসসি পেপার ফাঁস মামলায় বৃহস্পতিবার প্রথমবারের মতো পিসিসি প্রধানের বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লি এবং জয়পুরের ইডি টিমের পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর আধিকারিকরাও।
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব গেহলটকে তলব করেছে ইডি। থ্য দিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন যে ইডি তাঁর ছেলে বৈভব গেহলটকে সমন পাঠিয়েছে। অশোক গেহলট বলেন, ‘আমি ক্রমাগত বলে আসছি যে রাজস্থানে প্রতিদিন ইডির অভিযান চলছে কারণ বিজেপি চায় না যে মহিলা, কৃষক এবং দরিদ্ররা এখানে প্রকল্পের সুবিধা পান’। অশোক গেহলট তার ছেলের কাছে ইডি সমন পাওয়ার বিষয়ে তার অসন্তোষ প্রকাশ করেছেন এবং বলেছেন যে ২৫ অক্টোবর কংগ্রেস রাজস্থানের মহিলাদের জন্য এক গুচ্ছ প্রকল্পের গ্যারান্টি ঘোষণা করে এবং পরের দিনই গোবিন্দ সিং দোতাসারার বাসস্থানে ইডি অভিযান চালায় এবং ছেলে বৈভব গেহলটকে ইডি সমন জারি করে।
বৃহস্পতিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব গেহলটকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি আয়কর আইন, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট-র অধীনে বৈভবকে তলব করেছে ইডি। লাল ডায়েরি নিয়ে বৈভব গেহলটকে জেরা করতে পারে ইডি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ টুইট করে তথ্য দিয়েছেন অশোক গেহলট। টুইট করে তিনি লিখেছেন, ‘রাজস্থান কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসারার বাড়িতে ইডির অভিযান। আমার ছেলে বৈভব গেহলটকে ইডি দফতরে হাজির হওয়ার জন্য সমন। এখন আপনি বুঝতে পারছেন যে আমি রাজস্থানে ইডি-র রেড রোজ বলেছি কারণ বিজেপি চায় না যে রাজস্থানের মহিলা, কৃষক এবং দরিদ্ররা কংগ্রেসের দেওয়া গ্যারান্টির সুবিধা পান।’