Advertisment

সরকারে টালমাটাল, এক মন্ত্রীকে বরখাস্ত করতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী

বেশ কিছুদিন ধরেই তিনি সরকারের বিরুদ্ধে সরব ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Rajasthan Assembly

শুক্রবার, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট তাঁর সরকারের মন্ত্রী রাজেন্দ্রসিংহ গুধাকে পদ থেকে বরখাস্ত করেছেন। গুধা বিধানসভায় সরকারকে বিব্রত করে বলেছেন যে মণিপুরে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ব্যাপারে বলার পরিবর্তে রাজস্থান সরকারের বরং আত্মদর্শন করা উচিত। প্রাক্তন বিএসপি নেতা গুধা সাম্প্রতিক সময়ে নানা বিষয়ে কড়া মন্তব্য করছিলেন। এই ব্যাপারে তিনি শচীন পাইলট শিবিরের সবচেয়ে সরব বিধায়ক বেদপ্রকাশ সোলাঙ্কিকেও ছাপিয়ে গিয়েছিলেন। তবে, তারপরও গুধার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আচমকা গুধাকে মন্ত্রিসভা থেকে সরানোয় তাই অনেকের মনেই প্রশ্ন দেখা দিয়েছে।

Advertisment

শুক্রবার, রাজস্থান বিধানসভায় বিরোধী দলের নেতা রাজেন্দ্র রাঠোরকে দেখা গেল গুদাকে সমর্থন করতে। মণিপুর ইস্যুতে ওয়েলে ঝড় তোলার পরে কংগ্রেস বিধায়করা রাজস্থান বিধানসভায় তাঁদের আসনে ফিরে আসেন। তার কয়েক মিনিট পরে গুধা রাজস্থানের কংগ্রেস সরকারের চালু করা ন্যূনতম আয় বিলের বিতর্কের সময় উলটো কথা বলার চেষ্টা করেছিলেন। সেই সময় তাঁকে চেয়ারপারসন জে পি চান্দেলিয়া বসতে বলেছিলেন। রাঠোর তখন চান্দেলিয়াকে বলেন, 'একজন মন্ত্রী কথা বলছেন। সভাপতি মহোদয় (মিস্টার চেয়ারপার্সন), হয়তো তিনি সরকারের পক্ষে উত্তর দিতে চান। তাঁর চেয়ে ভালো কথা আর কেউ বলতে পারেন না।' গুধা তারপরই নিজের আসন থেকে উঠে দাঁড়ান। আর নিজের সরকারের অপরাধ খতিয়ানের সমালোচনা করেন। এর পরেই রাজস্থানের মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়।

আরও পড়ুন- ২৪-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু অখিলেশের, মাঠে-ময়দানে নেমে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ

গুধার এই সব কর্মকাণ্ডের একটি ব্যাখ্যা সম্ভবত ২০২১ সালে দেওয়া তাঁর এক বিবৃতিতে পাওয়া যেতে পারে। সেই বছরের নভেম্বরে তাঁকে মন্ত্রী করার কয়েকদিন পরে গুধা, তাঁর বিধানসভা কেন্দ্র ঝুনঝুনুর উদয়পুরওয়াতীতে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় বলেছিলেন, 'আমি বিএসপি থেকে নির্বাচনে জিতেছি। কংগ্রেসের সরকারে মন্ত্রী হয়েছি। আর, যখন কংগ্রেসের কার্পেট তুলে ফেলার সময় এল, তখন আমি কংগ্রেস ত্যাগ করব।

rajasthan Ashok Gehlot Sachin Pilot
Advertisment