Advertisment

'আপনার পরামর্শ কংগ্রেস নেতাদের মানতে বলুন', মনমোহনকে কড়া জবাব হর্ষবর্ধনের

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বর্তমানে ঠিক কী করা উচিত তারই পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রবিবারই চিঠি লিখেছিলেন ডঃ মনমোহন সিং।

author-image
IE Bangla Web Desk
New Update
harshvardhan manmohan singh corona

করোনার দ্বিতীয় ঢেউতে ভারতে ত্রাহি ত্রাহি রব। এই অবস্থায় করোনা মোকাবিলায় বর্তমানে ঠিক কী করা উচিত তারই পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রবিবারই চিঠি লিখেছিলেন ডঃ মনমোহন সিং। যার কোনও জবাব নমোর কাছ তেকে মেলেনি। কিন্তু, সোমবার ওই চিঠির প্রেক্ষিতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে চড়া সুরে জবাব দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি বলেছেন, 'আপনার পরামর্শ কংগ্রেস নেতৃত্বকে মেনে চলতে বলুন ও করোনার বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপগুলোর প্রতি কৃতজ্ঞতা থাকার কথা জানান।'

Advertisment

দুপাতার চিঠিতে মনমোহন সিং প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশে করোনা মোকাবিলায় পাঁচটি পরামর্শ দিয়েছিলেন। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল, নির্দিষ্ট সংখ্যক মানুষকে টিকা দিতে হলে ভ্যাকসিনের জোগান আগে নিশ্চিত করতে হবে। আপাতত তাই দেশের ১০ শতাংশ মানুষের টিকাকরণের লক্ষ্যমাত্রা ধার্য করতে পারে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ টিকাকরণের সংখ্যা নয়, নির্ধারিত হতে পারে কত শতাংশ দেশবাসীকে টিকা দেওয়ার বিষয়টি।

এই পরামর্শের জবাবে এদিন হর্ষবর্ধন প্রাক্তন প্রধানমন্ত্রীকে চিঠিতে জানিয়েছেন, 'আপনি এই সময়ে দাঁড়িয়ে টিকাকরণের প্রয়োজনীয়তা বুঝলেন। কিন্তু দুংখের বিষয়, আপনার পার্টির অনেক নেতা, এমনকী যে সব রাজ্যে আপনাদের সরকার রয়েছে সেখানকার মন্ত্রীরাও টিকাকরণ নিয়ে আপনার মতো কথা বলছে না।'

ডঃ মনমোহন সিংয়ের চিঠিতে তথ্যগত ভুলের অভিযোগ তুলে এদিন কেন্দীয় স্বাস্থ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, 'আপনি বিদেশি টিকার ব্যবহার বৃদ্ধির পরামর্শ দিয়েছেন। আমাদের সরকার আপনার এই পরামর্শ পাওয়ার সাত দিন আগে থেকেই দেশে বিদেশি টিকার ব্যবহার বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করেছে।'

ভারতের করোনাটি আবিষ্কার ও টিকাকরণ প্রক্রিয়ার প্রতি কংগ্রেস নেতৃত্বের সহনুভূতিশীল না হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন। চিঠিতে লেখা হয়েছে, 'ভারত প্রথম দেশ হিসাবে দুটো ভ্যাকসিন আবিষ্কার করল। এটা কি গর্বের বিষয় নয়! তবুও আপনার দলের সিনিয়র নেতারা দেশের বিজ্ঞানী, গবেষকদের প্রশংসায় একটা শব্দও খরচ করেনি এখনও। কংগ্রেসের অনেক নেতা জনসমক্ষে ভ্যাকসিনের নিন্দা করেছ। আবার তারাই লুকিয়ে টিকা নিয়েছে। তবুও আপনার পরামর্শ আমরা মূল্যবান বলে মনে করছি। আর এটাও মনে করছি, আপনার দলের নেতাদের দেশের স্বার্থের কথা মাথায় রাখা উচিত।'

দেশে করোনার দ্বিতীয় ঢেউ বৃদ্ধির পিছনে কংগ্রেস পরিচালিত রাজ্যগুলোর বড় ভূমিকা রয়েছে বলেও তোপ দেগেছেন হর্ষবর্ধন।

তবে সব শেষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, 'আপনি সিনিয়র নেতা। এমন দুঃসময়ে আপনি আমাদের পাশে থাকবেন। যে কোনও বিষয়ে আপনার পরামর্শের আশা রাখি।'

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

modi coronavirus Harsh Vardhan Monmohan Singh
Advertisment