Advertisment

'রাজনৈতিক পর্যটকরা কেন জ্বালানির দাম কমাচ্ছে না?', গোয়ার মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা

২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার জ্বালানি তেলে কর কমিয়েছে। তবে এই তালিকায় নেই বাংলা।

author-image
IE Bangla Web Desk
New Update
Ask political tourists if they will slash fuel prices in their state Goa CM Pramod Sawant

মমতা বন্দ্যোপাধ্যায়, প্রমোদ সওয়ান্ত

পেট্রল-ডিজেলে শুল্ক কমিয়েছে কেন্দ্র। পাশাপাশি রাজ্যগুলিকেও জ্বালানি তেলে কর কমানোর আবেদন করেছিল মোদী সরকার। কেন্দ্রের সেই আবেদনে সাড়া দিয়েছে ২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার জ্বালানি তেলে কর কমিয়েছে। তবে এই তালিকায় নেই বাংলা। যানিয়ে মমতা সরকারকে নিশানা করল গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।

Advertisment

শনিবার জ্বালানি তেলে কেন্দ্র্রের শুল্ক কমানোর প্রশংসা করেন গোয়ার মুখ্যমন্ত্রী। জানান, কেন্দ্রীয় শুল্ক কমানোর পরও গোয়া সরকার প্রতি লিটার পেট্রলে ১২ টাকা ও ডিজেলে ১৭ টাকা আবগানি কর কমিয়েছে। এরপরই জ্বালানির দাম ইস্যুতে তৃণমূলকে 'রাজনৈতিক পর্যটক' বলে তোপ দাগেন সাওয়ান্ত।

গোয়ার মুখ্যমন্ত্রী বলেছেন যে, 'যাঁরা এখানে (গোয়া) রাজনৈতিক পর্যটনের জন্য এসেছেন তাঁদের জিজ্ঞাসা করুন কখন নিজেদের রাজ্যে জ্বলানি তেলের উপর কর কমানো হবে?'

পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে ভিন রাজ্য সংগঠন বিস্তারে মরিয়া তৃণমূল। ত্রিপুরা, অসমের পর গোয়াই পাখির চোখ ঘাস-ফুল শিবিরের। কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফেলেইরো সহ বেশ কয়েকজন। গত সপ্তাহেই গোয়া গিয়ে বিজেপির সাওয়ান্ত সরকারকে তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া বাহিনী তাঁকে 'বহিরাগত' বলে তোপ দেগেছে। যা উড়িয়ে দিয়েছেন মমতা। নিজেকে গোয়ার মানুষ বলে দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর প্রতিশ্রুতি গোয়াবাসী তৃণমূলে আস্থা রাখলে বাংলাকে রোলমডেল করেই সৈকত রাজ্যের উন্নতি হবে।

পাল্টা তৃণমূল নেত্রীকে 'রাজনৈতিক পর্যটক' বলে নিশানা করে বিজেপি। বিজেপি-তৃণমূল দ্বৈরথে উত্তাল গোয়ার রাজনীতি। এর মধ্যেই জ্বালানির দাম নিয়ে তৃণমূলকে প্রমোদ সাওয়ান্তের খোঁচা সেই উত্তাপে নয়া মাত্রা যোগ করল।

আরও পড়ুন- লকডাউনের দোসর জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কোমায় পরিবহণ শিল্প

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc Mamata Banerjee Goa West Bengal Petrol-Diesel price Hike Pramod Sawant
Advertisment