Advertisment

সুপ্রিম নির্দেশ সামনে আসতেই মোদীকে চ্যালেঞ্জ উদ্ধবের, 'সত্যের জয়'কে স্বাগত একনাথ শিন্ডের

জোট সরকারের পতন প্রসঙ্গে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির ভূমিকাকে তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
maharashtra supreme court verdict, maharashtra sc verdict, uddhav thackeray, maharashtra elections, eknath shinde, sena vs sena maharashtra, marendra modi, mva, maharashtra political crisis, mumbai news live updates, maharashtra politics live updates, maharashtra politics, maharashtra news, indian express

আবারও শিন্ডে সরকারকে নিশানা করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, 'বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন স্বস্তিতে থাকলেও স্পিকারের উচিত দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। তিনি ভুল সিদ্ধান্ত দিলে আমরা আবার আদালতে যাব'। রাজ্যপালকে নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য প্রসঙ্গে উদ্ধব বলেন, 'তিনি যে বেআইনি কাজ করেছেন, আমি মনে করি তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। গভর্নর পদে থাকা মানে এই নয় যে তিনি যা খুশি তাই করতে পারেন'।

Advertisment

পরবর্তী বিধানসভা নির্বাচনের একবছর বাকি। তার আগে সুপ্রিম কোর্টের নির্দেশ বিজেপি-শিবসেনা সরকার মহারাষ্ট্রে থেকে গেল। কাগজে-কলমে এতে তাদের সুবিধাই হল। কিন্তু, তারমধ্যেও একনাথ শিণ্ডে ও দেবেন্দ্র ফড়নবিশের সরকার যেভাবে গঠিত হয়েছিল, সে সম্পর্কে কড়া বার্তা দিয়েছে শীর্ষ আদালত। যা মহারাষ্ট্রের মহাবিকাশ আঘাড়ি (এমভিএ) জোটের বিরাট মনোবল বাড়িয়েছে। সুপ্রিম কোর্ট শিণ্ডে সেনা গোষ্ঠীর ১৬ জন বিধায়কের ভাগ্য নির্ধারণের বল মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নার্ভেকারের কোর্টে পাঠিয়েছে। এই ১৬ বিধায়ককে অযোগ্য ঘোষণার আবেদন জানিয়েছিল উদ্ধবের সেনা (ইউবিটি)।

বিধায়কদের অযোগ্য ঘোষণার বিষয়ে উদ্ধব বলেছেন, 'স্পিকারকে শীঘ্রই দ্রুত এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত'। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরে, মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নার্ভেকর বলেছিলেন যে রাজনৈতিক দল হিসাবে আসল শিবসেনা কে? এখন সবার আগে সিদ্ধান্ত নিতে হবে'। রাহুল নার্ভেকর বর্তমানে লন্ডনে রয়েছেন এবং তিনি সাংবাদিকদের বলেছেন যে আমি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলেছি। রাজনৈতিক দলের স্বীকৃতি দেওয়ার দায়িত্ব স্পিকারকে দিয়েছে সুপ্রিম কোর্ট। আমি নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করব'।

এর মাঝেই শিবসেনা ইউবিটি প্রধান এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি মোদীকে সরাসরি বলেছেন "আপনার দলের নেতাদের পদত্যাগ করতে বলুন, ফের নির্বাচনের মুখোমুখি হতে বলুন"। গতকালের আদালত স্পষ্ট ভাষায় বলেছে যে বিধায়কদের অযোগ্য ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেবে না। এ জন্য স্পিকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের নেতৃত্বে জোট সরকারের পতন প্রসঙ্গে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির ভূমিকাকে তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত আরও বলেছে যে উদ্ধব ফ্লোর টেস্টের মুখোমুখি না করেই স্বেচ্ছায় পদ থেকে পদত্যাগ করায় তাকে মুখ্যমন্ত্রী হিসাবে পুনর্বহাল করা যাবে না।

সুপ্রিম নির্দেশ সামনে আসতেই একনাথ শিন্ডে রায়কে "সত্যের জয়"কে স্বাগত জানান। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেছেন আদালতের রায়টি প্রতিষ্ঠিত হয়েছে যে রাজ্যে বর্তমান সরকার সাংবিধানিক। অন্যদিকে আদালতের রায়ের পরে এনসিপি প্রধান শরদ পাওয়ার বলেছেন যে 'নৈতিকতা এবং বিজেপি পরস্পরবিরোধী'। অন্যদিকে উদ্ধব বলেছেন, “গণতন্ত্রকে হত্যা করে একনাথ শিন্ডে জিতেছেন। তার এখন নৈতিকতার ভিত্তিতে পদত্যাগ করা উচিত।”

Uddhav Thackeray
Advertisment