scorecardresearch

বাল্যবিবাহে তৎপর পুলিশ, গ্রেফতার ২ হাজারের বেশি, প্রতিবাদ, ধুন্ধুমার… মুখ্যমন্ত্রীর কড়া দাওয়াই

২৩ জানুয়ারি রাজ্য মন্ত্রিসভা বাল্যবিবাহ সংক্রান্ত মামলায় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।

assam child marriages, assam political pulse, pocso act, child marriages in assam, assam news, child marriage arrests, indian epxress, indian express news"

বাল্যবিবাহের বিরুদ্ধে অসম পুলিশের তৎপরতা, এখন পর্যন্ত ২১৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। চার হাজারের বেশি মামলা দায়ের করা হয়েছে। অসমে মাথাচাড়া দিয়ে উঠেছে বাল্যবিবাহ। পুলিশের তৎপরতাও রয়েছে চোখে পড়ার মত। শনিবার সকাল পর্যন্ত বাল্যবিবাহে মদত দেওয়ার ঘটনার জড়িত ২ হাজার ১৭০ জনকে গ্রেফতার করেছে অসম পুলিশ।

আইজিপি আইন শৃঙ্খলা প্রশান্ত কুমার ভূঁইয়া জানান, ‘বাল্যবিবাহ সংক্রান্ত মামলায় জড়িত ২ হাজার ১৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ নিয়মিত তল্লাশি অভিযান জারি রাখবে। এই সংখ্যা আরও বাড়বে’। এদিকে পুলিশি সক্রিয়তার বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল মহিলা-শিশুরা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, এই ঘটনার ধৃতদের প্রতি কোন ধরণের সহনুভুতি দেখানো হবে না।

শুক্রবার ১৮০০ জনকে গ্রেফতার করা হয়েছে

এর আগে তথ্য দেওয়ার সময় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে আসামে বাল্যবিবাহের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, পুলিশ শুক্রবার রাজ্য জুড়ে কমপক্ষে ১৮০০ জনকে গ্রেফতার করেছে। সিএম হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে শুক্রবার ভোরে রাজ্য জুড়ে তল্লাশি শুরু হয় এবং তিন-চার দিন ধরে চলবে এই অভিযান।

বাল্যবিবাহের ক্ষেত্রে মামলা হয়েছে চার হাজারের বেশি

২৩ জানুয়ারি রাজ্য মন্ত্রিসভা বাল্যবিবাহ সংক্রান্ত মামলায় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে গত ১০ দিনে পুলিশ ৪ হাজার ৪টি বাল্যবিবাহের মামালা দায়ের করে।  এ ঘটনায় রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ২ হাজার ১৭০ জনকে গ্রেফতার করেছে। পুলিশ নিয়মিত তল্লাশি অভিযান জারি রাখবে।

মুখ্যমন্ত্রী শর্মার নির্দেশে শুরু হয় ব্যবস্থা

আইজিপি প্রশান্ত কুমার ভূঁইয়া বলেছিলেন, শুক্রবার সকাল পর্যন্ত মোট ১ হাজার ৭৯৩ জনকে গ্রেফতার করা হয়। ধুবরিতেই 370টি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে এবং ১৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর বাইরে বারপেটাতে ১১০ জন এবং নগাঁওতে ১০০ জনকে গ্রেফতার করার তথ্য মিলেছে। প্রশাসন জানিয়েছে বাল্যবিবাহের মত অপরাধের ক্ষেত্রে পরিবারের সদস্যদেরও বিরুদ্ধেও মামলা করা হবে।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Assam arrests over child marriage women protest with kids cm says no sympathy