'শাহরুখ খান কে?'- এই প্রশ্ন তুলে জল্পনা ছড়িয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শাহরুখের সিনেমা পাঠানের বিরুদ্ধে ইতিমধ্যেই অসমের রাজধানী গুয়াহাটিতে বিক্ষোভ ছড়িয়েছে। সেই বিক্ষোভ নিয়ে প্রশ্নের জবাবে কিন্তু, আবার অন্যসুরে গাইলেন হিমন্ত। তিনি টুইট করেছেন যে শাহরুখের সঙ্গে তাঁর ইতিমধ্যেই কথা হয়েছে। তিনি শাহরুখকে আশ্বস্ত করেছেন যে অসম সরকার অভিনেতার পাশে আছে। যা সাহায্য করার করবে। এর আগে শুক্রবারই বজরং দলের কর্মীরা গুয়াহাটির গোল্ড ডিজিটাল সিনেমা হলের সামনে জড় হয়েছিলেন। তাঁরা পাঠান সিনেমার পোস্টার পোড়ান। ভাঙচুর চালান সিনেমা হলে। পাশাপাশি, 'জয় শ্রীরাম' স্লোগানও দেন।
বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বনসল অসমে সংগঠনের প্রতিবাদকে সমর্থন করেছেন। তিনি এই প্রসঙ্গে বলেছেন যে বজরং দলের গুয়াহাটি নগর ইউনিটের প্রতিবাদ হিন্দু ডানপন্থী সংগঠনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বনসল বলেন, 'আমাদের অবস্থান খুবই পরিষ্কার। বলিউডের ভাইজানকে হিন্দু সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। প্রয়োজনীয় সংশোধন না-হওয়া পর্যন্ত আমরা ছবিটি মুক্তি দিতে দেব না।'
এই বিষয়ে শনিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে প্রতিক্রিয়া চেয়েছিলেন সাংবাদিকরা। সেই প্রশ্নে বিশ্বশর্মা বলেন, 'কেউ কারও বিরুদ্ধে মামলা করলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। আমি জানি না এই পাঠান-ওঠান কী! আমি এটা দেখিওনি, শুনিওনি। আমার হাতে এজন্য সময়ও নেই। শাহরুখ খান কে? আমরা কেন এটা নিয়ে চিন্তা করব? আমাদের এখানে অনেক শাহরুখ খান আছেন।'
আরও পড়ুন- উধাও অজিত মাইতি, হিরনের নতুন ছবি নিয়ে বঙ্গ রাজনীতি তোলপাড়
অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন, 'ডা. বেজবড়ুয়া (আসন্ন অসমীয়া সিনেমা) মুক্তি পাবে। আমরা সেটা নিয়ে চিন্তিত হতে পারি। আর, যেখানে যারা ওই বলিউডের সিনেমা তৈরি করেছেন, তাঁরা কিছু বলেননি। আমি ফোনে সবার কথা শুনি। শাহরুখ খানের যদি কোনও সমস্যা হয়, তিনি যদি ফোন করেন, তবে আমি সমস্যাটা দেখব। আগে থেকে কেন চিন্তা করব?'
Read full story in English