সোশ্যাল মিডিয়া পোস্টের জের। বিতর্ক বাড়তেই তড়িঘড়ি ক্ষমা চাইলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। দু'দিন আগের করা একটি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।
ভগবদ গীতার একটি শ্লোক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অসমের মুখ্যমন্ত্রী। যেটির অনুবাদে ত্রুটির কারণে তৈরি হয় তুমুল বিতর্ক। এরপরই তড়িঘড়ি সেই পোস্ট মুছে ফেলে ক্ষমা চান তিনি।
বিজেপি নেতার পোস্টের জন্য তাঁকে নিশানা করেছেন বিরোধী শিবিরের নেতারা। বিরোধী নেতারা হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে রাজ্যে জাতপাতের মধ্যে বিভাজন ঘটানোর বিরাট অভিযোগ সামনে আনেন।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি বিতর্কিত পোস্টটি শেয়ার করেছিলেন। যেটিকে নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। এর পর তড়িঘড়ি মুছে ফেলা হয় সেই পোস্ট।
হিমন্ত বিশ্ব শর্মা তাঁর করা সেই পোস্ট প্রসঙ্গে বলেন, 'ভুল বুঝতে পারার সঙ্গে সঙ্গেই পোস্টটি মুছে দিয়েছি। পোস্টের জেরে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী"।
গীতা থেকে নেওয়া শ্লোকটি ভুলভাবে অনুবাদ করা হয়েছিল শর্মার সেই পোস্টে। যাতে বলা হয় 'শূদ্রের কর্তব্য ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যের সেবা করা'। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন নেতা এবং হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি এই ইস্যুতে শর্মাকে আক্রমণ করে বলেছেন যে তিনি প্রত্যেক নাগরিকের সঙ্গে সমান আচরণ করার শপথ পূরণ করছেন না।