কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করলেন হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মা । অভিযোগ, রাজ্য সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ প্রকল্পে দুর্নীতির ‘ভুয়ো’ অভিযোগ তুলেছেন গগৈ।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মা কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের বিরুদ্ধে বড় ধরনের আইনি ব্যবস্থা নিয়েছেন। তিনি গগৈয়ের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছেন।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মা একটি খাদ্য প্রক্রিয়াকরণ প্রকল্পে অনিয়মের 'মিথ্যা' অভিযোগে কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন৷ রিঙ্কি ভূঁইয়ার আইনজীবী দেবজিৎ সাইকিয়া পিটিআইকে জানিয়েছেন, শুক্রবার কামরূপ সিনিয়র ডিভিশন আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।
তিনি বলেন, 'আমার মক্কেল 'এক্স'-এ একাধিক পোস্ট করার জন্য গৌরব গগৈয়ের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির দাবি করেছেন। শনিবার (২৩শে সেপ্টেম্বর) অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মা একটি খাদ্য প্রক্রিয়াকরণ প্রকল্পে অনিয়মের অভিযোগে কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন৷ রিনিকি ভুঁইয়া বলেছেন যে খাদ্য প্রক্রিয়াকরণ প্রকল্পের অধীনে কেন্দ্র থেকে ভর্তুকি নেওয়ার জন্য তার বিরুদ্ধে গগৈ যে অভিযোগ করেছেন তা মিথ্যা।
গৌরব গগৈ অভিযোগ করেছেন যে রিনিকি ভূঁইয়ার প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্ট কোম্পানি কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা (PMKSY) এর অধীনে ১০ কোটি টাকার সুবিধা পেয়েছে। গৌরব গগৈ ক্রমাগত এই ইস্যুতে শর্মা পরিবারকে কোণঠাসা করতে থাকেন।
গৌরব গগৈ ১২ সেপ্টেম্বর X (টুইটার) এ এক পোস্টে শর্মা পরিবারের বিরুদ্ধে ১০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ সামনে আনেন। তিনি ২৩ শে মার্চ, ২০২২-এ বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়ালের উপস্থাপিত একটি প্রতিবেদনও টুইট করেছিলেন, যেখানে অসমে সরকারের করা বিনিয়োগের বিশদ বিবরণ দেওয়া হয়েছিল। অসমে শিল্পের প্রসারের জন্য সরকার এই বিনিয়োগ করেছে। গৌরব গগৈ, সুবিধাভোগীদের তালিকায় প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্টের নাম দাবি করে বলেছেন যে ৩১ জানুয়ারী, ২০২২-এ, PMKSY-এর অধীনে খাদ্য প্রক্রিয়াকরণের জন্য সরকার ভর্তুকি দেওয়া হয়েছিল। তিনি বলেন, 'প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের নাম সিরিয়াল নম্বরে লেখা আছে। এতে মঞ্জুরিকৃত অনুদানের পরিমাণ লেখা হয়েছে ১০ কোটি টাকা।
হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর স্ত্রী ক্রমাগত গৌরব গগৈয়ের অভিযোগকে মিথ্যা বলে আসছেন। রিনিকি ভূঁইয়া বলেন, ‘তিনি বা তার কোনো কোম্পানি সরকারি ভর্তুকি সুবিধা পাননি। ১৪ সেপ্টেম্বর, হিমন্ত শর্মা বলেছিলেন যে প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্ট কোম্পানি সরকারের কিষাণ সম্পদ প্রকল্পের অধীনে কোনও সুবিধা নেয়নি। একইসঙ্গে রিনিকি ভূঁইয়া বলেন, ‘কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট সব আর্থিক রেকর্ড সর্বসমক্ষে তুলে ধরা রয়েছে’।