Assembly By Election 2018: মাত্র কয়েকদিনের ফারাক, পঞ্চায়েত ভোটের রেশ কাটতে না কাটতেই আবারও রাজ্যে ভোটের আমেজ। আজ মহেশতলা বিধানসভার উপনির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। গরম ও রমজান মাসের কথা মাথায় রেখে ভোটগ্রহণের সময়সীমা বাড়ানো হয়েছে। সন্ধে ৬টা পর্যন্ত ভোট গ্রহণের প্রক্রিয়া চলবে।
মহেশতলায় তৃণমূল বিধায়ক কস্তুরী দাসের মৃত্যুর জেরে এই আসনটি ফাঁকা হয়ে পড়ে। এবারের ভোটে মূলত ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। কস্তুরী দাসের স্বামী দুলাল দাস এবার তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন। অন্যদিকে এ আসনে সিপিএম প্রার্থী প্রভাত চৌধুরীর বিরুদ্ধে নিজেদের কোনও প্রার্থী দেয়নি কংগ্রেস নেতৃত্ব। বিজেপির হয়ে ভোটে লড়ছেন প্রাক্তন সিবিআই কর্তা সুজিত ঘোষ।
Maheshtala Bypolls: Read in ENGLISH
4.30 PM: ২৭৪নং বুথ ক্যাম্পে বিজেপির উপর হামলার অভিযোগ তৃণমূলের। অভিযোগ অস্বীকার শাসকদলের
4.26 PM: ইতিমধ্যেই তিনশোরও বেশি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে।
3.25 PM: দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৬১.৮৫ শতাংশ।
3.20 PM: মহেশতলায় নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ। ছবি- শশী ঘোষ, আই ই বাংলা।
2.23 PM: বিজেপি প্রার্থী সুজিত ঘোষ, ছবি- শশী ঘোষ, আই ই বাংলা।
2.18 PM: মেমানপুরে একটি বুথের সামনে ভোটারদের লাইন। ছবি- শশী ঘোষ।
1.53 PM: অটোয় করে ঘুরলেন সিপিএম প্রার্থী প্রভাত চৌধুরী। ছবি - শশী ঘোষ, আই ই বাংলা।
1.51 PM: কী বললেন মহেশতলার এই ভোটার? দেখুন ভিডিও।
1.42 PM: ভোট দিলেন সিপিএম প্রার্থী প্রভাত চৌধুরী। ছবি- শশী ঘোষ, আই ই বাংলা।
1.39 PM: মহেশতলায় সৌজন্যের ছবি। তৃণমূল প্রার্থী দুলাল দাসের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন সিপিএম প্রার্থী প্রভাত চৌধুরী। ছবি- শশী ঘোষ, আই ই বাংলা।
1.15 PM: দুপুরে শুনশান ভোটকেন্দ্র। রামকৃষ্ণ বিদ্যামন্দিরের ছবি তুলেছেন শশী ঘোষ।
12.54 PM: ভোট দিলেন তৃণমূল প্রার্থী দুলাল দাস। ছবি- শশী ঘোষ।
12.44 PM: কাছাকাছি! শ্যামপুরের বুথে দূরত্ব সরিয়ে পাশাপাশি বসল সিপিএম ও বিজেপি-র ক্যাম্প। ছবি- শশী ঘোষ
12.23 PM: ভোট নষ্ট করা উচিত নয় বলে মনে করেন এই প্রবীণ ভোটার, দেখুন ভিডিও।
12.06 PM: মহেশতলায় একটি বুথের বাইরে ভোটারদের লাইন।
12.01 PM: সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৩.৩৫ শতাংশ।
11.44 AM: এখনও পর্যন্ত মহেশতলায় নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ। ছবি- শশী ঘোষ
11.39 AM: মহেশতলায় উপনির্বাচন নিয়ে কী বললেন এই ভোটার? দেখুন ভিডিও।
11.24 AM: সারেঙ্গাবাদের একটি স্কুলে ভোট দিতে এসে ক্যামেরার সামনে দাঁড়ালেন এক প্রবীণ ভোটার। ছবি- শশী ঘোষ, আই ই বাংলা।
11.06 AM: চড়া রোদে ছাতা মাথায় দিয়ে ভোটের লাইনে ভোটাররা। নুঙ্গি হাইস্কুলের সামনে আই ই বাংলার জন্য ছবি তুলেছেন শশী ঘোষ।
10.41 AM: বাটানগর উচ্চবিদ্যালয়ের ছবি তুলেছেন শশী ঘোষ।
10.28 AM: মহেশতলার একটি বুথের বাইরের ছবি।
10.25 AM: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ।
10.20 AM: বিবেকানন্দ বিদ্যামন্দির, সারেঙ্গাবাদ হাইস্কুল, বাটানগর হাইস্কুল, সূর্যকুমার হাইস্কুলে ক্যাম্প করেছে কেন্দ্রীয় বাহিনী।
10.18 AM: এখনও পর্যন্ত মোটের উপর ভোট শান্তিপূর্ণ ভাবে চলছে বলে জানিয়েছে বিরোধী শিবির।
10.17 AM: ২০-২২টি বুথে ইভিএম খারাপ হওয়ার ফলে কিছুক্ষণ ভোটপ্রক্রিয়া বিঘ্নিত হয়েছিল। পরে ওই বুথগুলিতে ফের ভোটগ্রহণ শুরু হয়েছে।
10.08 AM: নুঙ্গি হাইস্কুল ও সারেঙ্গাবাদ হাইস্কুলে ভোটগ্রহণ কেন্দ্রে ইভিএম বিকল।
10.06 AM: মহেশতলার একটি বুথের বাইরে জমায়েতের অভিযোগ সিপিএম প্রার্থীর, সূত্রের খবর।
9.49 AM: আজ দেশে ১০টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে, পাশাপাশি ৪টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচন চলছে।
9.41 AM: রাজ্যে পঞ্চায়েত ভোটে হিংসার কথা মাথায় রেখে মহেশতলায় বিধানসভা উপনির্বাচনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী।
9.17 AM: মহেশতলার ৩২নং বুথের সামনের ছবি।
West Bengal: People form queue outside Polling booth number 32 in South 24 Parganas' Maheshtala. Voting for Maheshtala assembly by-poll to begin shortly. pic.twitter.com/ga44Yq1MHw
— ANI (@ANI) May 28, 2018
8.45 AM: মহেশতলায় চলছে ভোটগ্রহণ।
West Bengal: Voting underway at a polling booth in Maheshtala for assembly by-poll pic.twitter.com/wTQal8gFd7
— ANI (@ANI) May 28, 2018
এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৪৩ হাজার। মহেশতলায় বুথের সংখ্যা ২৮৩টি। এর মধ্যে ৪৩টি বুথকে অতি উত্তেজনাপ্রবণ বলে চিহ্নিত করা হয়েছে। অতি উত্তেজনাপ্রবণ বুথগুলিতে বিশেষ ব্যবস্থা হিসেবে তিন থেকে চার জন করে আধা-সামরিকবাহিনীর কর্মী ও দু’জন করে রাজ্য পুলিশের কর্মী মোতায়েন করার ব্যবস্থা হয়েছে। অন্য বুথগুলিতে দু’জন আধাসামরিক বাহিনীর কর্মী ও এক জন রাজ্য পুলিশের কর্মী মোতায়েন।