Advertisment

উত্তরপ্রদেশে চতুর্থ দফার ভোটগ্রহণ শুরু, নজরে উন্নাও-লখনউ-লখিমপুর খেরি

মুসলিমরা সমাজবাদী পার্টির উপর মোটেও খুশি নন, ভোট দিয়ে তোপ দাগলেন মায়াবতী।

author-image
IE Bangla Web Desk
New Update
Assembly Election 2022 Live Updates: Polling for 4th phase begins; PM Modi urges UP to vote

সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন বুথে।

আজ, বুধবার উত্তরপ্রদেশে চতুর্থ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজ্যের ৫৯টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। বহু প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। প্রায় ৬২৪ জন প্রার্থী ভোটের ময়দানে আজ। উল্লেখযোগ্য কেন্দ্রগুলির মধ্যে পিলভিট, লখিমপুর খেরি, সীতাপুর, হারদোই, উন্নাও, লখনউ, রায়বরেলি, বান্দা এবং ফতেপুর রয়েছে।

Advertisment

গত কয়েক মাসে রায়বরেলি, লখনউ এবং লখিমপুর খেরি বরাবর সংবাদের শিরোনামে থেকেছে। রায়বরেলি বরাবর কংগ্রেসের গড়। সোনিয়া গান্ধি নিজে এই কেন্দ্রের সাংসদ। কিন্তু এই বিধানসভা কেন্দ্রে বিদ্রোহী কংগ্রেস বিধায়ক ভোটের মুখে বিজেপিতে যোগ দেন। লড়ছেন বিজেপির টিকিটে।

উন্নাওয়ে কংগ্রেসের বাজি ৫৫ বছরের আশা সিং, যিনি কি না প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনেগারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলা নির্যাতিতার মা। সেনেগার বর্তমানে জেলে রয়েছেন। আশা সিংয়ের বিপক্ষে রয়েছেন বিজেপির বর্তমান বিধায়ক পঙ্কজ গুপ্তা এবং সমাজবাদী পার্টির ডা. অভিনব কুমার।

আরও পড়ুন গোমাতার গুঁতোই এখন পূর্বাঞ্চলে মাথাব্যথার কারণ যোগী আদিত্যনাথের

আর লখিমপুর খেরির ঘটনা মোটামুটি গোটা ভারতের জানা। গত ৩ অক্টোবর প্রতিবাদরত কৃষকদের গাড়িতে পিষে দেওয়ার অভিযোগে উত্তাল হয় লখিমপুর। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। তিনি গ্রেফতারও হন। দিন কয়েক আগে চার মাস পর জামিনে মুক্ত হন মন্ত্রী-পুত্র। কিন্তু নিহতদের পরিজনরা এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন জামিনের বিরোধিতায়।

এদিন ভোট দেন বসপা সুপ্রিমো মায়াবতী। বুথ থেকে বেরিয়ে এসেই সাংবাদিকদের সামনে তোপ দাগেন সমাজবাদী পার্টিকে। বলেন, "মুসলিমরা সপা-কে নিয়ে মোটেও খুশি নয়। সপা-কে ভোট দেওয়া মানে গুন্ডারাজ, মাফিয়ারাজ, দাঙ্গা। ওঁদের নেতাদের মুখই বলে দিচ্ছে সপা ক্ষমতায় আসছে না।"

Samajwadi Party CONGRESS UP Elections 2022 Lakhimpur Mayawati bjp BSP
Advertisment