Advertisment

হারের দায় নিলেন শিবরাজ, বিজেপিকে নিশানা সোনিয়ার

দলের বিপর্যয়ের দাল নিলেন শিবরাজ। বসপা-র পর মধ্যপ্রদেশে কংগ্রেসের হাত ধরছে সপা। জয় নিয়ে মুখ খুলে বিজেপিকে নিশানা করলেন সোনিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
congress, কংগ্রেস

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়ে দলের অভাবনীয় সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে বিজেপিকেই দুষলেন সোনিয়া গান্ধী। ছবি: অভিনব সাহা, ইন্ডিয়ান এক্সপ্রেস।

‘‘হার-জিত জীবনের অংশ’’, তিন হেভিওয়েট রাজ্যে দলের বিপর্যয় নিয়ে একথাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলের হারের দায় নিজের কাঁধে নিয়ে এবার ভোট বিপর্যয় নিয়ে মুখ খুললেন মধ্যপ্রদেশের তিন বারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মধ্যপ্রদেশে বিজেপির পরাজয়ের জন্য তিনিই দায়ী বলে এদিন মন্তব্য করেছেন শিবরাজ।

Advertisment

হার মেনে এদিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শিবরাজ সিং চৌহান। দলের বিপর্যয় প্রসঙ্গে তিনি বলেন, ‘‘মধ্যপ্রদেশে বিজেপির হারের দায় আমার।’’ দলীয় কর্মীরা যে কঠোর পরিশ্রম করেছেন, সেকথাও উল্লেখ করেছেন মধ্যপ্রদেশের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সে রাজ্যের কংগ্রেস সভাপতি কমল নাথকে জয়ের অভিনন্দনও জানান তিনি।

আরও পড়ুন, পাপ্পু পাশ হো গ্যয়া, ‘জনতা বুঝেছেন মোদীর প্রতিশ্রুতি মিথ্যা’

এদিকে, বহুদন সমাজ পার্টির পর মধ্যপ্রদেশে কংগ্রেসকে সমর্থন জানাল সমাজবাদী পার্টিও। এদিন সপা নেতা অখিলেশ যাদব বলেছেন, ‘‘আমরা রায়কে স্বাগত জানাচ্ছি। যদিও আমরা ভাল ফল করিনি, তবে আমাদের সমর্থনের জন্য মধ্যপ্রদেশের মানুষকে ধন্যবাদ জানাই। আমরা ঠিক করেছি কংগ্রেসকে সমর্থন জানাব।’’ একইসঙ্গে এদিন বিজেপিকে একহাত নিয়ে অখিলেশ বলেন, ‘‘বিজেপি ঘৃণা ছড়াচ্ছে, মানুষকে প্রতারিত করছে, লোকসভা ভোটে ওরা এর জবাব পাবে।’’

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়ে দলের অভাবনীয় সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে বিজেপিকেই দুষলেন সোনিয়া গান্ধী। ইউপিএ চেয়ারপার্সন বলেছেন,‘‘বিজেপির নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে কংগ্রেসের জয়।’’

শিবরাজ সিং চৌহানের মতো ইস্তফা দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা সিং রাজে। মঙ্গলবার রাতেই রাজ্যপাল কল্যাণ সিংকে তাঁর পদত্যাদগপত্র পাঠান বসুন্ধরা।

Read the full story in English

Shivraj Singh Chouhan CONGRESS sonia gandhi bjp
Advertisment