নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি বিরোধী বিক্ষোভের আগুনে জ্বলছে গোটা দেশ। যত দিন যাচ্ছে, বিক্ষোভের আঁচ যেন ততই বাড়ছে। এমন প্রেক্ষাপটে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর উদ্ধৃতি তুলে ধরে মোদী সরকারকে ‘রাজধর্ম পালনের’ কথা স্মরণ করালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ বিরোধিতায় শুক্রবার পার্ক সার্কাসের সভায় মোদী-শাহদের নাম উচ্চারণ না করে মমতা বলেন, ‘‘অটলজি বেঁচে থাকলে বলতেন, রাজধর্ম পালন কর’’। এরপরই মোদী-শাহকে নিশানা করে মমতার সংযোজন, ‘‘রাজধর্ম পালন না করে দেশে আগুন জ্বালাচ্ছে বিজেপি’’।
প্রসঙ্গত, গুজরাতে দাঙ্গার সময় নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালনের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন বাজপেয়ী। সেই ঘটনার স্মৃতি উসকে দিয়ে সিএএ বিরোধী বিক্ষোভে উত্তাল দেশে বাজপেয়ীর প্রসঙ্গ টেনে যেভাবে মোদী-শাহের নেতৃত্বাধীন বিজেপি সরকারকে নিশানা করলেন মমতা, তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। এই মুহূর্তে অন্যতম বিজেপি বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অটল বিহারী বাজপেয়ীর সুসম্পর্ক রাজনৈতিক মহলে সকলেরই জানা। উল্লেখ্য, বাজপেয়ী-আডবানীর জমানাতেই বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন মমতা। সম্প্রতি সিএএ বিরোধী বিক্ষোভ ইস্যুতে বাজপেয়ীর নাম নিয়ে মমতা পরোক্ষে মোদী জমানার সঙ্গে বাজপেয়ী জমানার তুলনা করার পাশাপাশি গুজরাট দাঙ্গার স্মৃতিও উস্কে দিলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। উল্লেখ্য, কর্ণাটকের বিজেপি মন্ত্রী সি টি রবি সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে এদিন বলেন, যদি সংখ্যা গুরুরা ধৈর্য হারায়, সে ক্ষেত্রে গোধরার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
আরও পড়ুন: ‘গণভোট নয়, চাই জনমত সমীক্ষা’, নয়া ব্যাখ্যা মমতার
অন্যদিকে, এদিন বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দেশের সবাই যদি এক হয়ে লড়ে, তাহলে কী করবেন? কত খেলা দেখাবেন? কত গুলি চালাবেন? কত জেলে ভরবেন? দেশে খালি বিজেপি থাকবে, আর কেউ থাকবে না, এটা হতে পারে না’’। মোদী-শাহদের বিরুদ্ধে চরম আক্রমণ শানিয়ে মমতা এদিন এও বলেন, ‘‘কোনও অন্যায় করলে আমাকে গুলি করুন, কিন্তু মানবিকাতাকে গুলি মারবেন না’’।