/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/Atishi.jpg)
মঙ্গলবার সকালে আম আদমি পার্টি (এএপি) নেতা এবং জলমন্ত্রী অতীশির স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে দিল্লির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Delhi Minister Atishi Hospitalised: মঙ্গলবার সকালে আম আদমি পার্টি (আপ) নেতা এবং জলমন্ত্রী অতীশির স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে দিল্লির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতীশি হরিয়ানা সরকারের কাছে জল ছাড়ার দাবিতে অনির্দিষ্টকালের অনশনে বসেছিলেন। “তাঁর রক্তে শর্করার মাত্রা মাঝরাতে ৪৩ এবং ভোর ৩টায় ৩৬-এ নেমে আসে, তারপরে এলএনজেপি হাসপাতালের ডাক্তাররা অবিলম্বে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তিনি গত পাঁচ দিন ধরে কিছুই খাননি,” পার্টি এক্স-এ একটি বিবৃতিতে বলেছে।
তীব্র গরমে দিল্লিতে চরম জলসংকট দেখা দিয়েছে। পড়শি রাজ্য থেকে অতিরিক্ত জল চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল দিল্লি সরকার। সুপ্রিম নির্দেশের পরেও পড়শই রাজ্য হরিয়ানা দিল্লিকে জল দিচ্ছে না বলে রাজনীতির অভিযোগ তুলেছে আম আদমি পার্টি। এই অবস্থায় হরিয়ানার কাছে জলের দাবিতে অনশনে বসেন দিল্লির জলমন্ত্রী অতীশি।
এদিকে, দিল্লি হাইকোর্ট আজ, মঙ্গলবার দুপুর আড়াইটেয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন স্থগিত চেয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আবেদনের উপর তার রায় ঘোষণা করবে। সুপ্রিম কোর্ট সোমবার বলেছে যে এটি হাইকোর্টের রায়ের জন্য অপেক্ষা করবে এবং ২৬ জুন হাইকোর্টের পদক্ষেপের বিরুদ্ধে তার আবেদনের শুনানি করবে।
হাইকোর্ট, শুক্রবার (২১ জুন) আবেদনের উপর তার আদেশ সংরক্ষণ করে দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দেওয়ার ট্রায়াল কোর্টের আদেশ স্থগিত রেখেছিল। কেজরিওয়াল, যিনি ২১ মার্চ অর্থ তছরুপের মামলায় গ্রেফতার হয়েছিলেন, বৃহস্পতিবার (২০ জুন) দিল্লির একটি আদালত থেকে জামিন মঞ্জুর করা হয়েছিল। এর পরে, ইডি জামিনের আদেশ স্থগিত চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল।