Advertisment

'বাংলায় মমতার মতো হিন্দু বিরোধী সরকার কখনো আসেনি, বামপন্থীরাও এমন ছিল না'

"হিন্দু বিরোধিতা যত বেশি করবে তত বেশি করে থাকা নিশ্চিত হবে বলে মনে করছে। হিন্দু বিরোধিতা করাটাই স্টান্ড...।"

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee, CM West Bengal

মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে ফের লকডাউনের দিন পরিবর্তন করা হয়েছে। কিন্তু বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলির দাবি থাকা সত্বেও ৫ অগাস্ট যথারীতি লকডাউন বহাল থাকছে রাজ্যে। ওই দিন অযোধ্যায় রামমন্দিরের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন গৈরিক সংগঠন। কেন ৫ তারিখ লকডাউন করছে রাজ্য সরকার তা নিয়ে রেরে করে উঠেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি ও বিজেপি। সোমবার লকডাউনের সূচি সংশোধিত করলেও ৫ অগাস্ট লকডাউন রেখে দেওয়ায় মমতা সরকারকে হিন্দু বিরোধী বলে আখ্যা দিল গেরুয়া শিবির।

Advertisment

রাজ্য বিজেপি ৫ অগাস্টের দিন লকডাউন পরিবর্তন করতে চড়া সুরে হুঁশিয়ারি দিয়েছিল। তা সত্বেও মমতা সরকার তা মানেনি। বরং অন্য তারিখগুলির পরিবর্তন করেছে। সোমবার বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বলেন, "হিন্দু সমাজকে অপমান করার জন্য এই ধরনের কান্ড কারখানা করছেন। বাকি যে পরিবর্তন করা হয়েছে তাতে বোঝা যায় আধুনিক যুগের লেডি মহম্মদ বিন তুঘলক। যখন যা মনে হয় করবেন। শুধু হিন্দুদের অপমান কী করে করবেন এটা মাথায় থাকে। রামকে অপমান কর, হিন্দু সমাজের অপমান কর।" এবারে রাজ্য সরকারের ঘোষণায় শুক্রবার রয়েছে লকডাউনের তালিকায়। সায়ন্তন বলেন, "আমরা বলার পর শুক্রবার লকডাউন করেছে।" বাড়িতে বাড়িতে দুপুরে শঙ্খধ্বনী, বিকেলে প্রদীপ প্রজ্বলন। সম্ভব হলে মন্দিরে। এভাবে রামমন্দির পুনর্নির্মানের দিন পালন করার ঘোষণা করেছে বিজেপি।

আরও পড়ুন- তৃণমূলে চরমে বিদ্রোহ! মমতার পর দ্বিতীয় ব্যক্তি শুভেন্দুই, প্রকাশ্যে মন্তব্য পদ খোয়ানো বিধায়কের

৫ অগাস্ট লকডাউন জারি থাকায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। সংঘের বক্তব্য, "পশ্চিমবঙ্গে এর আগে বামফ্রণ্টও শাসন করেছে। কিন্তু এমন হিন্দু বিরোধী সরকার কখনো এ রাজ্যে আসেনি।" আরএসএস-এর রাজ্য সম্পাদক জিষ্ণু বসু বলেন, "স্বাধীন ভারতে পশ্চিমবাংলায় এত বেশি হিন্দু বিরোধী সরকার আগে কখনও আসেনি। হিন্দু বিরোধিতা যত বেশি করবে তত বেশি করে থাকা নিশ্চিত হবে বলে মনে করছে। হিন্দু বিরোধিতা করাটাই স্টান্ড। এখানে অনেক সরকার এসেছে, বামপন্থীরা সরকার করেছে। তারাও এত বেশি হিন্দু বিরোধী ছিলেন না।"

আরও পড়ুন- ‘বঙ্গ বিজেপিতে বিভেদ-বিচ্ছেদ-ভুল বোঝাবুঝির চক্রান্ত’, কেন বললেন দিলীপ?

বিশ্ব হিন্দু পরিষদ ৫ অগাস্ট বাড়ি বাড়ি রামমন্দির সূচনার দিন পালন করার প্রস্তুতি নিচ্ছে। তবে লকডাউন না থাকলে সামাজিক দরত্ব বিধি মেনে রাস্তায় নেমে পালন করার পরিকল্পনা তাদের ছিল। সংগঠনের সর্বভারতীয় সহ সাধারণ সম্পাদক শচীন্দ্রনাথ সিনহা বলেন, "ওই দিন লকডাউন না করলে হিন্দু সমাজের সঙ্গে সহযোগিতাল করা হত। সহযোগিতা না করার ফলে হিন্দু আবেগ বঞ্চিত হবে। রাস্তায় নেমে সামাজিক দূরত্ব বিধি মেনে করতে পারলে ভাল হত। আমরা তো চাইছি নিশ্চিত ভাবে দিন পরিবর্তন করা উচিত। কেন এমন করছে বুঝতে পারছি না। সমাজের আবেগকে থামাতে পারবে না।" শচীন্দ্রবাবুর অভিযোগ, "পশ্চিমবঙ্গে সরকার বারে বারে সংখ্যালঘুদের তোষণ করছে। হিন্দু সেন্টিমেন্টকে যতটা গুরুত্ব দেওয়া উচিত ছিল তা দেয়নি।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp Mamata Banerjee RSS VHP
Advertisment