এ যেন ঘরের ছেলে ঘরে ফিরল! জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিজেপিতে যোগদানকে স্বাগত জানিয়ে পিসি তথা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া বললেন, ‘‘একদলে থাকতে পেরে ভালই হল’’। একইসঙ্গে আক্ষেপের সুরে বসুন্ধরা বললেন, ‘‘রাজমাতা (বিজয়ারাজে সিন্ধিয়া) বেঁচে থাকলে আজ খুব খুশি হতেন’’।
এ প্রসঙ্গে টুইটারে ভাইপোর উদ্দেশে বসুন্ধরা লিখেছেন, ‘‘আজ রাজমাতা বেঁচে থাকলে তোমায় দেখে খুশি হতেন। তোমার সাহসিকতা প্রশংসনীয়। একদলে থাকতে পেরে ভাল লাগছে। বিজেপিতে স্বাগত’’। উল্লেখ্য, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঠাকুমা বিজয়ারাজে সিন্ধিয়া রাজমাতা নামেই পরিচিত। ১৯৫৭ সালে কংগ্রেসের টিকিটে প্রথমবার জিতেছিলেন তিনি। পরে তিনি কংগ্রেস ছেড়ে জনসংঘে যোগ দেন।
আরও পড়ুন: হাত ছেড়ে কমলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে স্বাগত জানিয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘‘এটা বিজেপি ও আমার জন্য আনন্দের দিন। আজ রাজমাতার কথা মনে পড়ছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপি পরিবারের সদস্য হলেন। গোটা পরিবার এখন বিজেপির’’।
আরও পড়ুন: মহারাষ্ট্রে ‘মধ্যপ্রদেশ ভাইরাস’ ঢুকবে না: শিবসেনা
অন্যদিকে, সিন্ধিয়াকে বিজেপিতে যোগদানের জন্য অভিনন্দন জানিয়েছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা দিগ্বীজয় সিং। এ প্রসঙ্গে টুইটারে তিনি লিখেছেন, ‘‘বিজেপিতে যোগদানের জন্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে অভিনন্দন। মধ্যপ্রদেশের বিজেপি নেতাদের অভিনন্দন’’।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন