Advertisment

'বিজেপি ক্ষমতায় বলেই মন্দিরের পক্ষে সুপ্রিম রায়'

''আজ কেন্দ্রে বিজেপি-র সরকার রয়েছে বলেই সুপ্রিম কোর্টকে মন্দিরের স্বপক্ষে রায়দান করতে হল‌।''

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। গুজরাটের ভারুচের সাংসদ মনসুখ ভাসাভার দাবি, 'কেন্দ্রে বিজেপি সরকার আছে বলেই অযোধ্যায় মন্দিরের স্বপক্ষে রায় দিয়েছে শীর্ষ আদালত।'

Advertisment

মনসুখের এই মন্তব্যের একটি ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মঞ্চে দাঁড়িয়ে বিজেপি সাংসদ মনসুখ ভাসাভা গুজরাটিতে বলছেন, ‘‌রাম মন্দির অনেক পুরনো বিষয়। ভারত স্বাধীন হওয়ার পর অনেক বছর কেটে গেছে। তখন থেকেই রাম জন্মভূমি নিয়ে আন্দোলন চলছে। এই আন্দোলনে অনেক মানুষ শহিদ হয়েছেন। কিন্তু, আজ কেন্দ্রে বিজেপি-র সরকার রয়েছে বলেই সুপ্রিম কোর্টকে মন্দিরের স্বপক্ষে রায়দান করতে হল‌।’

আরও পড়ুন: বিশ্লেষণ: সুপ্রিম কোর্টের অযোধ্যা ও শবরীমালা রায় কোথায় আলাদা হয়ে গেল

এই ভাষণের সময় ভারুচের গেরুয়া সাংসদের সঙ্গেই মঞ্চে বসেছিলেন ভারুচের বিজেপি বিধায়ক দুষ্মন্ত পটেল, ভাগ্রার বিজেপি সাংসদ অরুণ সিং রাণা, ভারুচের বিজেপি সভাপতি যোগেশ পটেল, স্থানীয় পুরসভার প্রধান সুরভীবেন তামাকুওয়ালা।

আরও পড়ুন: কে বানাবে রাম মন্দির? অযোধ্যায় তুমুল বাক-বিতণ্ডা

ওই মঞ্চ থেকেই মনসুখ কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসা করেন। তাঁর কথায়, 'দেশজুড়ে একজন বিজেপি সাংসদ কোনওদিনই ভাবতে পারেনি জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদ করা হবে। কিন্তু, প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্যই তা বাস্তবায়িত হয়েছে। অনেকেই বলেছিলেন এর জন্য দেশে অরাজক পরিস্থিতি তৈরি হবে। পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ চোখ রাঙাবে। কিন্তু, এসব কিছু হয়েছে কি? এটা সম্ভব হয়েছে মোদীর কৌশলী পদক্ষেপের জন্যই।'

কেন হঠাৎ এই মন্তব্য করে বসলেন মনসুখ ভাসাভা? তবে কী এই রায় 'পূর্বনির্ধারিতই' ছিল‌? ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, 'আমার কথার অর্থ দেশে বিজেপি সরকার রয়েছে বলেই আইন-শৃঙ্খলা বজায় রয়েছে। অন্য কোনও সরকার থাকলে তা সম্ভব হত না। সুপ্রিম কোর্টের রায়ের আগেই সরকারের তরফে মানুষকে শান্ত থাকার আবেদন করা হয়েছিল। তাতে সাড়া দিয়েছে দেশবাসী।' ভাসাভা যাই বলুন না কেন, তাঁর বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে।

Read the full story in English

bjp Ayodhya
Advertisment